• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ধরলা নদীতে ধরা পড়ল ১শ’ কেজি ওজনের ডলফিন

কুড়িগ্রাম (উওর) প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীতে জেলেদের জালে একটি বিশাল আকৃতির মিঠা পানির ডলফিন (শুশক) ধরা পড়েছে।

মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে প্রায় আড়াই মন ওজনের এ শুশকটি ধরা পড়ে।

শুশক ধরা পড়ার খবরে এক নজর দেখার জন্য নদীর পাড়ে শত শত উৎসুক জনতার ঢল নামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে মাছ ধরার জন্য জাল ফেলেন জেলার কাঠালবাড়ী ছিনাই এলাকার হাড্ডু মিয়াসহ একদল জেলে। জাল টেনে কিনারে নিয়ে আসার এক পর্যায়ে শুশকটি লাফালাফি শুরু করে। পরে জেলেরা জাল দিয়ে পেঁচিয়ে শুশকটিকে নৌকায় তোলেন।

জেলেদের সর্দার হাড্ডু মিয়া (৫০) জানান, শুশকের তেল বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটি ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
ডলফিনের কামড়ে আহত ১৮ সাঁতারু, সৈকতে সতর্কতা জারি
কুয়াকাটায় ফের ভেসে এলো মৃত ডলফিন