• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

শ্রীমঙ্গলে চা বাগানে কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা বাগানে অস্থায়ী শ্রমিকদের মজুরি কম দেয়ার কারণে চা বাগানগুলোতে কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ১৫টি চা বাগানে কর্মবিরতির অংশ হিসেবে বাগানের চা কারখানাগুলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

জানা যায়, চা বাগানের শ্রমিকদের মজুরি ৮৫ টাকা থেকে বেড়ে একশ’ দুই টাকা করা হয়েছে। কিন্তু গতকাল বুধবার শ্রমিকরা যখন মজুরি আনতে যায় তখন অস্থায়ী শ্রমিকদের ৮৫ টাকা করে দেয়া হলে কেউ এই টাকা নেয়নি।

সোনাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি কার্তিক নায়েক আরটিভি অনলাইনকে জানান, চা বাগানে যারা অস্থায়ী শ্রমিক রয়েছেন তারা স্থায়ী শ্রমিকের ন্যায় সকল কাজ সমান সমান করে থাকেন। কিন্তু অস্থায়ী শ্রমিকরা বিভিন্ন সুবিধা পান না। এই অবস্থায় তাদের মজুরিও যদি কম দেয়া হয় তাহলে তারা কিভাবে কাজ করবে।

চা শ্রমিক সংগঠন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা আরটিভি অনলাইনকে বলেন, শ্রমিকদের মজুরি কম দেয়ার কারণে শ্রমিকরা কর্মবিরতি ডেকে অবস্থান নিয়েছে। চা বাগানের স্থায়ী শ্রমিক ও অস্থায়ী শ্রমিকরা সকাল থেকে বিভিন্ন চা বাগানের কারখানার সামনে দাঁড়িয়ে তাদের দাবি জানাতে থাকে। পরে মালিকপক্ষের আশ্বাস পেয়ে শ্রমিকরা কাজে ফিরে যায়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
চাঁদপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা জসিম গ্রেপ্তার
ব্যাংকের পরিচালক পরিচয়ে স্বর্ণ নিয়ে উধাও, এরপর যা ঘটল