মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, পুলিশের দাবি একজন ব্লগার বাচ্চু হত্যার আসামি
মুন্সিগঞ্জে শ্রীনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি তাদের একজন ব্লগার ও লেখক শাজাহান বাচ্চুর হত্যার প্রধান পরিকল্পনাকারী।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে শ্রীনগরের সাতগাঁও এলাকায় কেসি রোডে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, নিহতরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
তিনি বলেন, পূর্বের ইনফরমেশনের ভিত্তিতে আমরা সাতগাঁও এলাকায় কেসি রোডে চেকপোস্ট বসাই। রাত একটা ৫৫ মিনিটের দিকে মোটরসাইকেল করে দুজন সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই দুজন। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। মরদেহ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে জানা গেছে, নিহতদের একজন ব্লগার বাচ্চু হত্যার মূল পরিকল্পনাকারী।
বেলা ১১টায় এ নিয়ে সংবাদ ব্রিফিং করা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানায়, নিহতদের বিস্তারিত নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আহত তিন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছে পুলিশ।
জেবি/জেএইচ
মন্তব্য করুন