• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

রাউজানে গণপিটুনিতে দুই চোর নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬

চট্টগ্রামের রাউজান উপজেলায় গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার ঊনসত্তর পাড়ার গৌরীশংকর হাটের সিরাজ কলোনিতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ আরটিভি অনলাইনকে জানান, ভোরে সিরাজের কলোনির একটি ঘরের বেড়া কেটে চুরি করতে ঢুকেছিল মোক্তার ও সাইফুল।

এসময় গৃহকর্তা বিষয়টি টের পেলে তারা অস্ত্র তাক করে। পরে ঘরের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে মোক্তার ও সাইফুলকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

ওসি আরও জানান নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুইজনের বিরুদ্ধে রাউজান থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
থিসারার ঝোড়ো সেঞ্চুরির পরও হ্যাটট্রিক হার ঢাকার, খুলনার দ্বিতীয় জয়
রাজধানীর সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
ওসমান খানের সেঞ্চুরিতে রান পাহাড় গড়ল চিটাগং কিংস