১৬ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে ১৬ মামলার এক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার হাইলজোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন ইকবাল ওরফে মুচি জসিম।
তিনি কালিয়াকৈর চন্দ্রা এলাকায় বনের জমি দখল করে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর এলাকায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার হাইলজোড় এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর জসিম উদ্দিন ইকবাল ওরফে মুচি জসিমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুচি জসিমের বিরুদ্ধে চন্দ্রা এলাকায় অন্তত বন বিভাগের তিনশ’ বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন :
- বঙ্গবন্ধুর দাফনে অংশগ্রহণকারী মাওলানা রজব আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত
- রাউজানে গণপিটুনিতে দুই চোর নিহত
জেবি
মন্তব্য করুন