• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

১৬ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪২

গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে ১৬ মামলার এক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার হাইলজোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন ইকবাল ওরফে মুচি জসিম।

তিনি কালিয়াকৈর চন্দ্রা এলাকায় বনের জমি দখল করে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর এলাকায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার হাইলজোড় এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর জসিম উদ্দিন ইকবাল ওরফে মুচি জসিমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুচি জসিমের বিরুদ্ধে চন্দ্রা এলাকায় অন্তত বন বিভাগের তিনশ’ বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নববর্ষের অনুষ্ঠানে তরুণ গুলিবিদ্ধ
বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য, ঢামেকে ভর্তি
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জন ঢামেকে