বঙ্গবন্ধুর দাফনে অংশগ্রহণকারী মাওলানা রজব আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত
বঙ্গবন্ধুর গোসল ও দাফনে অংশগ্রহণকারী সাতক্ষীরার মাওলানা রজব আলী মোল্লা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৯ বছর বয়সের রজব আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জব আলীর পরিবার সূত্রে জানা যায়, গেল বুধবার রাতে তিনি সাতক্ষীরা শহরের মেহেদিবাগের বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে ডা. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রজব আলীর চিকিৎসার দেখাশোনা করছেন।
রজব আলী সাতক্ষীরা পুলিশ লাইনস মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। তার পরিবারের সদস্যরা তার আশু রোগমুক্তি কামনা করে সকলের দোয়া চেয়েছেন।
মাওলানা রজব আলী ১৯৭৫ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোবরা মাদরাসায় লেখাপড়া করতেন। সে বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকায় হত্যার পর টুঙ্গিপাড়ায় তার মরদেহ হেলিকপ্টারে নিয়ে আসে সেনা সদস্যরা।
সাতক্ষীরার রজব আলী ও তার সহপাঠী গোপালগঞ্জের পাটগাতির জালালউদ্দিন, দিঘলিয়ার বেলায়েত হোসেন বঙ্গবন্ধুর গোসল, জানাজা ও দাফনে অংশ নেন।
জালালউদ্দিন ও বেলায়েত হোসেন সাতক্ষীরার কামালনগর ও আনসার ক্যাম্প মসজিদে ইমামতি করতেন। সম্প্রতি তারা মারা গেছেন।
মওলানা রজব আলীর দুই ছেলে মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা শরিফুজ্জামান তাদের বাবার জন্য সবার দোয়া চেয়েছেন।
আরও পড়ুন :
জেবি
মন্তব্য করুন