• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারিগর আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৮

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর থেকে ৫০ লাখ ভারতীয় জাল রুপিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম রুবেল হোসেন (২২)।

শুক্রবার সন্ধ্যা পোনে ৭টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় কোটি টাকা তৈরির কাগজ, ছয়টি কালার প্রিন্টার, দুটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রুবেল প্রায় ছয় মাস আগে টিকরামপুর মহল্লার নুরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকা তৈরি করে আসছিল।

জিজ্ঞাসাবাদে রুবেল র‌্যাবকে জানায়, ভারতীয় জাল রুপি গরু ব্যবসায়ীদের কাছে এবং বাংলাদেশি জাল টাকা কয়েকটি ব্যাংক, এনজিও ও বীমা কোম্পানিগুলোতে সরবরাহ করতো। তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল। সে পলাতক রয়েছে।

রুবেল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছী মহল্লার আকবর আলীর ছেলে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার