• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক

অনলাইন ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩২

চট্টগ্রাম নগরীর খুলশী থানার দক্ষিণ খুলশী এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় শুক্কুর (২৫) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হৃদয় হোসেন ওরফে শুক্কুর খুলশী থানার ঝাউতলা এলাকায় আবুল খায়েরের ছেলে।

খুলশী থানার ওসি শেখ মো. নাসির আরটিভি অনলাইনকে বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হন। আহতদেরে মধ্যে শুক্কুর নামে একজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সংঘর্ষের পর অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে।

তবে স্থানীয়রা বলছে, চাঁদাবাজির বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত
অভিনেত্রীর গাড়ির চাপায় শ্রমিক নিহত
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬৭
টোলপ্লাজায় ৬ জন নিহতের ঘটনায় এবার বাস মালিক গ্রেপ্তার