নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জে পৃথক গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন।
এই ঘটনায় পুলিশ একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে। পুলিশের দাবি, দু’দল ডাকাতের গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার ভোর সোয়া তিনটার দিকে বন্দর উপজেলার সোনাচরা এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তাদেরকে উদ্দেশ্য করে ডাকাতরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ডাকাতদের গুলিতেই ইব্রাহিম হোসেন নামের এক ডাকাত নিহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বাড়ি রুপগঞ্জ উপজেলায়।
অন্যদিকে ভোর সাড়ে তিনটার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল আট নম্বর সেক্টর এলাকায় গোলাগুলিতে রাজা মিয়া নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আরও পড়ুন :
জেবি
মন্তব্য করুন