• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

কক্সবাজার প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চকরিয়া উপজেলার হারবাং পাহাড়তলী গ্রামের সাইফুল আলমের ছেলে মো. আবুল কাসেম (২৭), উত্তর হারবাং গ্রামের মনছুর আলমের ছেলে জহির আহমদ (৩২) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের আহমদ হোসেনের ছেলে লেগুনা চালক খাইর আহমদ।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) খলিলুর রহমান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস বরইতলী নতুন রাস্তার মাথারে ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নিহত ১
উখিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
মধ্যরাতে দম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা, স্বামী নিহত
ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার পুলিশ প্রধান