• ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
logo

মেহেরপুরে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩০

মেহেরপুর সদর থানায় অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি এলজি পাইপগান ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার সদর উপজেলার পৃথক দুটি স্থানে এ অভিযান চালায় পুলিশ।

সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে মেহেরপুর শহরের পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তল্লাশি চালায় পুলিশ।

এসময় সেখান থেকে একটি এলজি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপরদিকে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল নুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বোমা উদ্ধার করে। নুরপুর মোড়ের একটি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এগুলো মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 
জেল থেকে ছাড়া পেয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, আটক ৩
প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা সাবেক সংসদ সদস্য, জনতার মারধর