মেহেরপুরে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
মেহেরপুর সদর থানায় অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি এলজি পাইপগান ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে।
সোমবার সদর উপজেলার পৃথক দুটি স্থানে এ অভিযান চালায় পুলিশ।
সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে মেহেরপুর শহরের পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তল্লাশি চালায় পুলিশ।
এসময় সেখান থেকে একটি এলজি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপরদিকে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল নুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বোমা উদ্ধার করে। নুরপুর মোড়ের একটি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এগুলো মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
জেবি
মন্তব্য করুন