• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

বিপদসীমার ওপরে যমুনার পানি, ইসলামপুরে ১৫ হাজার মানুষ পানিবন্দী

জামালপুর প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮

পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গেল ২৪ ঘণ্টায় যমুনার পানি ৭ সেন্টিমিটার বেড়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনার পানি বাড়ায় ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ১৫ হাজার মানুষ।

বন্যায় ইসলামপুর উপজেলায় যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্পের সিসি ব্লকের বাঁধের প্রায় ১০ মিটার ধসে গেছে। আর এসব নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা যায়, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের একটি দল গতকাল রোববার সন্ধ্যা থেকে বাঁধের ভাঙন প্রতিরোধে সেখানে বালুভর্তি জিওব্যাগ ফেলছে।

জামালপুর পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, উলিয়া বাজারের পেছনে বাঁধ রক্ষায় জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়েছে। ভাঙন ঠেকানো যাবে। স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ.লীগ নেত্রী, এরপর যা ঘটল 
গরু চুরির অভিযোগ, মারধরের পর চুন মেশানো এসিড পানি খাওয়ানোয় যুবকের মৃত্যু
পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
গরম পানি ব্যবহারে ক্ষতি হয় ত্বক এবং চুলের