`কোনও পুলিশ সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে চাকরি থেকে বহিষ্কার'
নারায়ণগঞ্জে পুলিশ বিভাগের কোনও সদস্য মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকে চাকরি থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।
সোমবার দুপুরে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
পুলিশ সুপার আনিসুর রহমান এসময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার মাদক ব্যবসায়ীদের তালিকার উদ্বোধন ঘোষণা করেন।
তিনি জানান, জেলার সাতটি থানা এলাকার সকল মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে।
তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পারলে সেই ব্যক্তিকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার সমাজের মাদকসেবীদের সামাজিকভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে সবার প্রতি তাগিত দেন। তা না হলে এই মাদকসেবীরা এক সময় ভয়ঙ্কর সন্ত্রাসী বা অপরাধী হিসেবে গড়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সদর উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডা: শাহনেওয়াজ চৌধুরী, মহানগর শাখার সভাপতি সোলায়মান মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ্ নিজাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার।
জেবি
মন্তব্য করুন