সাভারে দুই হিজড়াসহ গুলিবিদ্ধ ৩
সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে হিজড়া সম্প্রদায়ের দুইজনসহ মোট ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন প্রাইভেটকার চালক নুরন্নবী (২২) ও হিজরা সদস্য রাশেদা (৪৫) ও শিখা (৩৫)।
গুলিবিদ্ধদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার জামগড়া থেকে চারজন হিজরা সদস্য একটি প্রাইভেটকার ভাড়া করে উত্তরায় যাওয়ার জন্য রওয়ানা দেয়। পরে তাদের বহনকারী প্রাইভেটকারটি বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মড়াগাং এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা একটি প্রাইভেটকার তাদের গাড়িটিকে গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে নেমে দুই যুবক গুলি করে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ দুই হিজড়া গুলিবিদ্ধ হন। পরে প্রাইভেটকারে থাকা ওপর দুই হিজড়া সদস্য তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি এফ এম সায়েদ বলেন, কি কারণে দুর্বৃত্তরা তাকে গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হিজড়া সম্প্রদায়ের অভ্যন্তরীণ কোন্দলে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান গোয়েন্দা পুলিশের ওসি।
আরও পড়ুন :
জেবি
মন্তব্য করুন