• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৩

দ্রুত প্রজ্ঞাপন জারিসহ তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়।

তাদের দাবিসমূহ হলো-৫ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তির সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি, মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার, হামলাকারীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করেন।

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মুন্নাফ বলেন, তিন দফা দাবিতে আমরা আজকের এই অন্দোলনে এসেছি। প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আমরা আর কোনও প্রস্তাবনা চাই না, আমরা চাই প্রজ্ঞাপন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদেরকেও সুযোগ দিন। আমরা বিশ্বাস করি আপনি যদি চান তাহলে প্রজ্ঞাপন জারি করতে পারেন। আমরা প্রজ্ঞাপন নিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে চাই।

এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হয়েও গত তিন মাস হলো জীবনের ভয়ে ক্যাম্পাসে আসতে পারিনি। প্রশাসন কোনও ধরনের নিরাপত্তা আমাদের দিতে পারেনি। আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। ক্যাম্পাসে নিরাপদভাবে চলাচল করতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর মাধ্যমে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে ৩৩ জন শিক্ষার্থীকে শাস্তি, জানা গেল নাম পরিচয় 
নানা আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গভবনে যাওয়ার দাওয়াত পেয়েও প্রত্যাখ্যান করল রাবির সমন্বয়ক
বিজয় দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি