পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ২
রাজশাহী নগরের কাটাখালী থানার খিদিরপুর মধ্যচর এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা হয়েছে। এতে এক এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার বিকেলে এ ঘটনায় আহত এএসআই মাহাবুব হোসেন ও কনস্টেবল সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, নগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়।এ সময় মাদকসহ একজনকে ধরে ফেলে। খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।এসময় তারা দুই পুলিশকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়।পরে খবর পেয়ে কাটাখালি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, রাত আটটার দিকে এএসআই মাহাবুবকে ৩১ নম্বর ওয়ার্ডে ও কনেস্টেবল সুজনকে আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে কয়েকটি ধারলো অস্ত্রের আঘাত রয়েছে।এদের মধ্যে এএসআই মাহবুবের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
আরও পরুন :
জেবি/জেএইচ
মন্তব্য করুন