• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩

গাজীপুর প্রতিনিধি

  ০৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৫

গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ভেতরে হিট চেম্বারে এই বিস্ফোরণ ঘটে বলে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান।

নিহতরা হলেন- নেত্রকোনা সদরের নড়িয়া এলাকার সাহেব আলীর ছেলে শামসুল হক (২০), ময়মনসিংহের মুক্তাগাছার সিরাজুল ইসলামের ছেলে মো. তাইজুল ইসলাম ওরফে আজিজুল ইসলাম (১৮) এবং লাল চাঁন (২৫)। তারা কারখানার পেইন্ট সেকশনের শ্রমিক ছিলেন।

আহতদের প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ সাংবাদিকদের বলেন, হাসপাতালে ওই কারখানার অন্তত ৩৫ জনকে আনা হয়েছিল।

দুজনকে মৃত অবস্থায় আনা হয়। ওই হাসপাতালে ১০ জনকে ভর্তি রেখে গুরুতর আহত আটজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে লাল চাঁনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কারাখানাটির শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- রিপন (১৮), কবির (২৫), সাজ্জাত (১৭), রাসেল (১৮), রাইহান খান (২৫), রিপন (২১), মোশারফ (১৮), তানজিনা (২২), সালমা (১৮), কাকলী (২০), রনি (২৫), আসিফ (১৮), আতিকুল (২০), আক্তারা (৪০), আকাশ (১৮), আলমগীর (২০), বাবু (১৮), রিপন (১৮), ঝর্ণা (৫০) ও তায়েব খান (৩২)।

লাল চাঁনের সঙ্গে রিপন, কবির, তানজিলা, সালমা, কাকলী ও রনিসহ আটজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

বিস্ফোরণের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ফ্যানে রং করার পর হিট চেম্বারে রেখে শুকানো হয়। চেম্বারের হিট মেশিনে অতিরিক্ত তাপে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত দুটি ইউনিটে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহযোগিতা দেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
রাজশাহীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
সাঁথিয়ায় অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত