বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ঘোষণা
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। তবে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ৯ কেন্দ্রে শুধুমাত্র কাউন্সিলর পদে ফের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে বরিশাল নির্বাচন অফিসারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার মুজিবুর রহমান।
১২৩টি কেন্দ্রের মধ্যে ১১৪ কেন্দ্রের ফলাফল অনুসারে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্দ্ধী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।
রিটার্নিং অফিসার জানান, ৯ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রে গুলো হলো ৪, ৫৮, ৬৭, ৬৮, ৮২, ৮৩, ৮৭, ৯৪ এবং ৯৯। এগুলো কবে ভোট নেয়া হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে আগামী ১৩ অক্টোবর একটি সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে।
গেল ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা অনিয়মের অভিযোগে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে নির্বাচনের দুই মাস ৩ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হলো।
আরও পড়ুন :
- নাটোরে অবৈধ ওষুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনকে কারাদণ্ড
- ন্যূনতম সুযোগ-সুবিধা নেই, পর্যটন খাতে সম্ভাবনাময় আলীকদম এখনো পিছিয়ে
এসএস
মন্তব্য করুন