• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ঘোষণা

বরিশাল প্রতিনিধি

  ০৩ অক্টোবর ২০১৮, ১৬:৫৮
ছবি-সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। তবে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ৯ কেন্দ্রে শুধুমাত্র কাউন্সিলর পদে ফের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে বরিশাল নির্বাচন অফিসারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার মুজিবুর রহমান।

১২৩টি কেন্দ্রের মধ্যে ১১৪ কেন্দ্রের ফলাফল অনুসারে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্দ্ধী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

রিটার্নিং অফিসার জানান, ৯ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রে গুলো হলো ৪, ৫৮, ৬৭, ৬৮, ৮২, ৮৩, ৮৭, ৯৪ এবং ৯৯। এগুলো কবে ভোট নেয়া হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে আগামী ১৩ অক্টোবর একটি সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে।

গেল ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা অনিয়মের অভিযোগে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে নির্বাচনের দুই মাস ৩ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হলো।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সাউদির
ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নির্বাচন কোন সময় হবে জানালেন প্রধান উপদেষ্টা
নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে মুখ খুললেন বেবী নাজনীন