• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রী আহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৪ অক্টোবর ২০১৮, ১১:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী আহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ৩/৪টি যানবাহন ভাঙচুর করে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সাদিয়া। সে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ছাত্র-ছাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর উমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে তারাবোগামী একটি যাত্রীবাহী বাসচাপায় এ দুর্ঘটনার ঘটে। আহত ছাত্রী ওই বিদ্যালয়েরই শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন দেয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া এ ঘটনায় দায়ী যাত্রীবাহী বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করার জন্য চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১