জয়পুরহাটে ৩ জেএমবি সদস্য আটক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে তিন জেমবি সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি শুটারগান, ১২ টি ককটেল ও দুটি জিহাদি বই (সত্যের সাক্ষ্য ও আল্লামা সাঈদীর মৃত্যুদণ্ড) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাটির ঘর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে নূর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স (২৮), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিজার রহমান (৫২) ও ক্ষেতলাল উপজেলার মহেশপুর গ্রামের মৃত সরাফত আলী মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ মণ্ডল (৩৫)।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহারিয়ার জানান, নাশকতা পরিকল্পনাকারী একাধিক মামলার আসামি জেএমবি সদস্যরা ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকার নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনে গভীর রাতে নাশকতার পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও নূর আলম পলাশ প্রিন্সকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুইজন জেএমবি সদস্যকেও আটক করা হয়েছে।
আরও পড়ুন :
জেবি
মন্তব্য করুন