থানচিতে পাহাড়ি ঝিরিতে ভেসে পর্যটক নিখোঁজ
বান্দরবানের থানছিতে উপজেলার রেমাক্রী ইউনিয়নের নাফাখুম ঝর্ণায় বেড়াতে এসে পাহাড়ি ঝিরিতে প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন ঢাকার এক পর্যটক।
আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিখোঁজ আরিফুল হাসান (২৭) ঢাকার কচুখেত এলাকার বাসিন্দা।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আজ সকালে পাঁচ বন্ধুসহ আরিফুল হাসান থানছি থেকে রেমাক্রী ইউনিয়নের নাফাখুম ঝর্ণায় বেড়াতে যান। এসময় পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে ভেসে যান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে বান্দরবান থেকে ছয় পর্যটক থানছিতে যান। এরা হলেন ঢাকার মহাখালির আবুল হাসনাত (২৬), বাড্ডার নিশাত পারভেজ অভি (২০), আরিফুল হাসান (২৭), বাড্ডার শামসুল করিম (২৮) খিলগাঁও এলাকার আসলাম রাকিব হাসান (২৮) ও বাসাবোর ফাহাদ বিন তৌহিদ (২৬)।
এদিকে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাবিবুল হাসান জানান, থানছি থেকে ছয় পর্যটক ইঞ্জিনচালিত নৌকায় করে রেমাক্রী আসার পর তারা নাফাখূম ঝর্ণা দেখতে যান। সেখানে সেঙ্গুম পাহাড়ি ঝিরি (খাল) পার হওয়ার সময় আরিফুল হাসান স্রোতে ভেসে যান। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে থানছি থেকে বিজিবি ও পুলিশ ওই এলাকায় গেছে।
আরও পড়ুন :
এসএস
মন্তব্য করুন