• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
মাশরাফীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার প্রার্থী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। এ খবর নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোখলেছুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় একমাত্র বৈধ প্রার্থী রয়েছেন নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার।  প্রার্থীতা প্রত্যাহারের দুই প্রার্থী হলেন স্বতন্ত্রের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম ও খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, উপনির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ ১৮ মে শনিবার। শেষ দিনে তিনজন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ কারণে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। উল্লেখ্য, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল করেন। মরদেহ সেদিনই রাত ১টা ৫০ মিনিটে ফ্লাইটযোগে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউয়ের পাঁচ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে আনা হয়। ২০০১ সাল থেকে নৌকা প্রতীকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মো. আবদুল হাই। মাঝে কিছুদিন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
‘সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে সব করা হবে’
যুব মহিলা লীগ নেত্রী ফাতেমাকে স্থায়ী বহিষ্কার
একা পেয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, কারাগারে মাদরাসা সুপার
‘লাখ টাকায় ভাড়াটে শুটার এনে চেয়ারম্যানকে হত্যা করা হয়’
নড়াইলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নড়াইলের জেলা ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে হায়দার আলী (৫২) নামে এনআই অ্যাক্টের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামি। বৃহস্পতিবার (১৬ মে) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হায়দার আলী নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের মৃত রমজান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই সোহেল রানা ও এএসআই সুশান্ত রায় ফোর্স নিয়ে অভিযানে জেলার কালিয়া উপজেলার খড়রিয়া বাজার থেকে হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়। নড়াইল গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আজ সকালেই আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্বাচনী সহিংসতা, ইউনিয়ন আ.লীগের সভাপতিকে পিটিয়ে জখম
নড়াইল সদর উপজেলা নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হাতে জখম হয়েছেন শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহামুদ।  বুধবার (১৫ মে) রাত ১১টার দিকে গোপিকান্তপুর গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার রাতে আশরাফ খান মাহামুদ নিজ এলাকা গোপিকান্তপুরে ঘোড়া প্রতীকের নির্বাচনী কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের আনারস প্রতীকের কয়েকজন একই সময়ে প্রচারে এসে খান মাহামুদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এ সময় তারা তাকে কিল-ঘুসি মেরে রক্তাক্ত করে। আহত আশরাফ খান মাহামুদকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে। নড়াইল সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকে তোফায়েল মাহামুদ ও আনারস প্রতীকে আজিজুর রহমান ভূঁইয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।   এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 
সুন্দরবনে কুমিরের আক্রমণ, বেঁচে ফিরলেন মৌয়াল আবদুল কুদ্দুস
গভীর সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে নদীতে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন আবদুল কুদ্দুসসহ ছয় মৌয়াল।  গত শনিবার (১১ মে) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীতে কুমিরের আক্রমণের শিকার হন তারা। আবদুল কুদ্দুস জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মোকছেদ সানার ছেলে। সোমবার (১৩ মে) লোকালয়ে ফেরার পর মঙ্গলবার (১৪ মে) তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার বর্ণনা দিয়ে মৌয়ালরা জানান, গত ৭ থেকে ৮ দিন আগে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু সংগ্রহের পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন ছয় মৌয়াল। তাদের দলে ছিলেন দুই ভাই আবদুল কুদ্দুস ও আবদুল হালিম। ঘটনার দিন অল্প সময়ের ব্যবধানে দুটি চাক পাওয়ায় সবাই খোশমেজাজে ছিলেন। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে কলাগাছিয়া নদীর চরে হাঁটুপানিতে নেমে গোসল করার সময় আবদুল কুদ্দুসের ওপর কুমির আক্রমণ করে।  তারা জানান, হঠাৎ আবদুল কুদ্দুসকে পানির মধ্যে ঘুরপাক খেতে দেখেন সবাই। ঘটনার আকস্মিকতায় তখন তারা হতবিহ্বল। আবদুল কুদ্দুস পানিতে ঘুরপাক খাচ্ছেন, আর পানিতে ভেসে উঠছে রক্ত। হঠাৎ পানির ওপরে উঠে এলো কুমিরের লেজ। বাকিদের বুঝতে আর কিছু বাকি রইল না, আবদুল কুদ্দুসকে কুমির আক্রমণ করেছে। সঙ্গে সঙ্গে হাতে থাকা মগ ও পাতিল নিয়ে সজোরে পানিতে আঘাত করতে লাগলেন বাকি পাঁচজন। তারা আবদুল কুদ্দুসের দুই পা ধরে টানাটানি শুরু করলেন। এভাবে চলতে থাকল তিন থেকে চার মিনিট। হঠাৎ শিকার ছেড়ে নদীর গভীরে চলে যায় কুমিরটি। এর আগে ২০১৫ সালে মধু কাটতে গিয়ে সুন্দরবনের তালপট্টি এলাকায় বাঘের কবলে পড়েন আবদুল কুদ্দুসসহ ৭ জনের একটি দল।  ভয়াবহ এ অভিজ্ঞতা তুলে ধরে আবদুল কুদ্দুস বলেন, ‘কুমির যখন আমার হাত কামড়ে টেনে নিয়ে যাচ্ছিল, আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। কুমির ঘুরপাক খেতে থাকায় আমিও সমানতালে পানিতে ডুবে গিয়ে আবার ভেসে উঠি। নিশ্বাস নিতে না পারায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলায় আর কিছু মনে নেই।’   এ বিষয়ে তার ভাই মৌয়াল আবদুল হালিম জানান, শুরুতে তারা বিষয়টি বুঝতে পারেননি। ফলে খুবই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তবে কুমিরের লেজ আছড়ে পড়া দেখে তিনি জীবনের মায়া ভুলে ঝাঁপিয়ে পড়েন। ভাইকে বাঁচাতে চিৎকার করে দলের অন্য চার সদস্য বক্স গাজী, শহিদুল, সিরাজুল ও এলাই বক্সের সহযোগিতা চান। এক পর্যায়ে সবাই মিলে আবদুল কুদ্দুসের দুই পা ধরে টানাটানি এবং পানিতে প্রচণ্ড শব্দ তৈরি করলে কুমিরটি শিকার ছেড়ে চলে যায়। তিনি আরও জানান, ঝড়ের কারণে দেরিতে বাড়ির উদ্দেশে রওনা হন মৌয়ালরা। তাই সোমবার রাতে তারা লোকালয়ে পৌঁছান। এ দিকে আবদুল কুদ্দুসের বাঁ হাত গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, কামড়ের চিহ্ন দেখে শিকারি কুমিরটি তুলনামূলক ছোট মনে হয়েছে। এ বিষয়ে সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, গত পাঁচ বছরে সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে কুমির ও বাঘের আক্রমণে আহত হন দুজন। সুন্দরবনে গিয়ে বাঘ, কুমিরসহ হিংস্র প্রাণী থেকে নিরাপদে থাকার বিষয়ে মৌয়ালদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী।  তিনি বলেন, বৈধভাবে এসব ব্যক্তি মধু সংগ্রহে সুন্দরবনে যান। চিকিৎসা নিয়ে এলাকায় ফিরে আবেদন করলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরকারি সহায়তার জন্য আহত মৌয়ালের নাম প্রস্তাব করা হবে। উল্লেখ্য, আবদুল কুদ্দুস ও আবদুল হালিম গত ৩৫-৩৬ বছর ধরে মাছ, কাঁকড়া শিকারসহ মধু সংগ্রহে সুন্দরবনে যাতায়াত করেন। এর আগে ২০১৫ সালে মধু কাটতে গিয়ে সুন্দরবনের তালপট্টি এলাকায় বাঘের কবলে পড়েন তারা। তখন দলে ছিলেন সাতজন। 
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় সোহেল হাওলাদার (৪০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।  বুধবার (১৫ মে) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত সোহেল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আবদুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। ওসি মিজানুর বলেন, ‘সাতক্ষীরা থেকে আম নিয়ে আসার সময় টাউন নওয়াপাড়া এলাকায় হ্যামকো ফ্যাক্টরির সামনে পিকআপ ভ্যানটি বিকল হয়ে যায়। আম ব্যবসায়ী সোহেল হাওলাদার সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।   এ সময় ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
নড়াইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহামুদ তুফানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (১৪ মে) বিকেলে তুলারামপুর বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।  আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার, ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প, মোটর শোভাযাত্রা, প্লাস্টিক ব্যানারসহ মোট পাঁচটি ধারায় চেয়ারম্যান তোফায়েল মাহামুদ তুফানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’