ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দু’টি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানালেন র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ।
মঙ্গলবার ভোর থেকে চুয়াডাঙ্গা গ্রামের এ বাড়ি দু’টি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়।
মনির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে চুয়াডাঙ্গা গ্রামের সেলিম ও তার চাচাতো ভাই প্রান্তর বাড়ি ঘিরে রাখা হয়েছে। অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
মেজর মনির আহমেদ জানান, ওই দু’টি বাড়িতে জঙ্গি থাকতে পারে এবং বিপুল পরিমাণ বোম ও বিস্ফোরক থাকতে পারে।
তিনি আরো জানান, র্যাবের বোম ডিসপোজাল ইউনিট রওনা দিয়েছেন। তারা ঘটানস্থলে পৌঁছানোর পর অভিযান শুরু হবে।
গেলো ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নিহত জঙ্গি তুহীনের ভাই সেলিম ও প্রান্ত চাচাতো ভাই।
এদিকে গেলো ৭ মে ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ২ জঙ্গি নিহত হয়। একইদিন বজরাপুরের পাশাপাশি সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।
এর আগে গেলো ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম অপারেশন সাউথ প চালায়।
ওই অভিযানে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক পদার্থ ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া ৫টি বোমা নিষ্ক্রিয় করা হয়।
এইচটি/সি/জেএইচ