• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাশিয়ায় পোশাকেও সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৮, ১৮:০৮

রাশিয়ার বাজারে বাংলাদেশে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা চান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ রোববার সচিবালয়ে ঢাকায় সফররত রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ও দেশটির কৃষি প্রতিমন্ত্রী লেভিন সার্গেই ইভোভিসের কাছে এ দাবি উত্থাপন করেন।

বাণিজ্যমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশ ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হতে চায়। এ জন্য বাংলাদেশের সমর্থন তাদের দরকার হবে।

তিনি বলেন, রাশিয়ায় এখন ৭১টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাকের ভালোই চাহিদা আছে রাশিয়ায়। কিন্তু সেখানে এ পণ্যটির শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই।
--------------------------------------------------------
আরও পড়ুন: দেশে প্রথম কম্পিউটার তৈরির কারখানা
--------------------------------------------------------

তোফায়েল আহমেদ বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য জটিলতা দূর করতে বাংলাদেশ কিছুদিন আগে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদস্য হতে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশ এ কমিশনের সদস্য পদ লাভ করবে। তখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে কোনও জটিলতা থাকবে না।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে তৈরি পোশাক রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করলে রাশিয়ায় বাংলাদেশের রফতানি অনেক বৃদ্ধি পাবে।

এসময় অন্যদের মধ্যে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, ডব্লিউটিও সেলের ডিজি মুনীর চৌধুরী এবং অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতের পোশাকে দুর্গন্ধ হবে না এই বিশেষ ট্রিকসে
শ্রীপুরে বাসের ধাক্কায় নারী পোশাকশ্রমিক নিহত
এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৫০ শতাংশের বেশি
কসবায় মাদরাসার এতিম ছাত্রদের মাঝে পোশাক বিতরণ