• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাণিজ্য মেলার সময় বাড়লো

অনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০১৮, ১৬:৫২

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

গত ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

গত বছরের তুলনায় এবারের আসরে বিক্রি কম হয়েছে উল্লেখ করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আরো বাড়ানোর দাবি করেছিলেন ব্যবসায়ীরা। মেলার শুরুতে তীব্র শীতের কারণে তেমন জমেনি বিধায় যথাযথ পণ্য প্রদর্শন করা সম্ভব হয়নি— এমন কারণ দেখিয়ে ক্ষতি পোষাতে সময় পাঁচদিন বাড়ানোর দাবি করা হয়।

তবে প্রথম দিকে ক্রেতা-সমাগম কম থাকলে শেষ দিকে মেলা জমে উঠে বলে জানান বিক্রেতারা।

শনিবার সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় পরিণত হয় জনসমুদ্রে। মেলা প্রাঙ্গণসহ এর আশপাশের এলাকাও হয়ে ওঠে লোকে লোকারণ্য। দুপুরের পর থেকে মেলার প্রবেশ লাইন লম্বা হতে থাকে। শেষ বিকেলে মানুষের ভিড়ে মেলায় পা ফেলাও দায় হয়ে পড়ে। শেষ ছুটির দিন হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের জনস্রোতে তিল ধারণের ঠাঁই ছিল না মেলা প্রাঙ্গণে।

ইপিবি সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে আজ রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই সিদ্ধান্ত নিয়েছেন।

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে: ফরিদা আখতার
ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে করা রিট খারিজ
শ্রম অধিকারগুলো মানতে পারলে জিএসপি সুবিধা মিলবে: বাণিজ্য উপদেষ্টা
আ.লীগের আমলে গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা