উনি তো সেতুমন্ত্রী নন
ধীরে ধীরে ডানা মেলতে থাকা স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আমি নিশ্চিত নির্ধারিত সময়ে অর্থাৎ চলতি বছরেই শেষ হবে পদ্মাসেতুর নির্মাণ কাজ। চলতি বছরেই এ সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সেতুমন্ত্রী।
এর আগে অর্থমন্ত্রী গত ৫ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)আয়োজিত এক অনুষ্ঠানে জানান, ২০১৯ সালের জুন মাস থেকে থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে। তবে এর আগে মার্চ মাস থেকেই যান চলাচল শুরু হতে পারে।
অর্থমন্ত্রী এই বক্তব্যের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা সঠিক নয়। উনি তো সেতুমন্ত্রী নন। আমি সেতুমন্ত্রী, বিষয়টা আমাদেরকে দেখতে হবে।
তিনি বলেন, নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হবে। আমরা কাজের বেশকিছু জটিলতা পার হয়ে এসেছি। এভাবে পদ্মা সেতুর কাজ চলতে থাকলে লক্ষ্য অনুযায়ী কাজ শেষ করতে পারবো।
সেতুমন্ত্রী এর আগেও জানান, পদ্মাসেতুর নির্মাণকাজ এ বছরের মধ্যেই শেষ হবে।
আরও পড়ুন:
এসআর
মন্তব্য করুন