বেক্সিমকো সিনথেটিক্সকে কারণ দর্শানোর নোটিশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কোম্পানিটির সাম্প্রতিক শেয়ারদর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে বাজার পরিচালনাকারী সংস্থা।
তবে বেক্সিমকো সিনথেটিক্স বলছে, সম্প্রতি তাদের শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৩১ জানুয়ারি থেকে বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১০ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: বসন্তে ভালোবাসায় ৪০ কোটি টাকার স্বপ্ন
--------------------------------------------------------
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর-ডিসেম্বর, ২০১৭ মেয়াদে শেয়ার প্রতি লোকসান ৭৪ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে যা লোকসানে ছিল ৫৮ পয়সা। অর্থাৎ লোকসান বেড়েছে।
জুলাই-ডিসেম্বর, ২০১৭ মেয়াদে এই লোকসান ১ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯৯ পয়সা।
এ ধরনের নেতিবাচক খবরে সাধারণত শেয়ারটির দরপতন হওয়ার কথা। কিন্তু তা না হয়ে উল্টো বাড়ছে। গতমাসে আরো একবার কোম্পানিটির দরবাড়ার কারণ জানতে চাওয়া হয়।
ওই সময়ও বেক্সিমকো সিনথেটিক্স একই জবাব দিয়েছিল।
একই কারণে ডিএসই সোনারগাঁও টেক্সটাইল ও ইনফরমেশন সার্ভিসেস অ্যান্ড নেটওয়ার্কস লিমিটেডকে জবাব দিতে বলে।
আরও পড়ুন:
এসআর
মন্তব্য করুন