ফোরজিতে ইন্টারনেটের গতি বাড়বে ৩ থেকে ৫ গুণ
চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজিতে গতি বর্তমানের চেয়ে ৩ থেকে ৫ গুণ বেশি হবে। অর্থাৎ এখন যেখানে এক এমবিপিএস সেবা পাওয়া যায়, সেখানে ফোরজি চালুর পর গতি বাড়বে তিন থেকে পাঁচগুণ।
আজ মঙ্গলবার রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে আয়োজিত ফোরজির তরঙ্গ বিক্রির নিলাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। নিলামে প্রতি মেগাহার্জ ৩১ মিলিয়ন মার্কিন ডলার হারে ৫ মেগাহার্জ বেতার তরঙ্গ কিনেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
--------------------------------------------------------
আরও পড়ুন: ফোরজির জন্য ৩৭৪৮ কোটি টাকার তরঙ্গ কিনলো দুই অপারেটর
--------------------------------------------------------
নিলামের পর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি জানায়, খুব দ্রুত ফোরজি সেবা আনছে তারা।
ফোরজির গতি কেমন হবে জানতে এক প্রশ্নে কোম্পানিটির এক কর্মকর্তা জানান, বর্তমানে গ্রাহকরা যে গতি পান, ফোরজি সেবার পর তা ৩ থেকে ৫ গুণ বেশি হবে।
নিলাম উত্তর সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, আমাদের প্রযুক্তি নিরপেক্ষ স্পেকট্রামের সঙ্গে নতুন এই স্পেকট্রাম যোগ হওয়ায় গ্রামীণফোন দেশের সবচেয়ে আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে সেরা ৪জি সেবা প্রদানে একটি দৃঢ় অবস্থানে পৌঁছে গেলো।
গ্রামীণফোন বলছে, এই তরঙ্গ কেনার পর গ্রাহকরা নিরবিচ্ছিন্ন এইচডি ভিডিও ও লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল এবং অতি দ্রুতগতির সেবা পাবে। আধুনিক নেটওয়ার্ক উপভোগ করার জন্য গ্রাহকদের থ্রিজি সিম পরিবর্তন করে ফোরজি সক্ষম সিম গ্রহণ করার অনুরোধ করেছে কোম্পানিটি।
গ্রামীণফোনের সিইও বলেন, এই নিলাম আয়োজন করে সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়ে গেল। আমরা আশা করবো সফলভাবে ফোরজি বিস্তার এবং এর ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে তারা যৌক্তিক নীতি গ্রহণ করবেন।
আরও পড়ুন:
এসআর
মন্তব্য করুন