ডা. ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক পেলেন অর্থমন্ত্রী
ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুক্তিযু্দ্ধ, অর্থনীতি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
রোববার দুপুরে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতাল মিলনায়তনে অর্থমন্ত্রীকে এ পদক দেয়া হয়।
ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পর্ষদ দুই বছর পরপর এ স্বর্ণপদক দেয়।
অর্থমন্ত্রীসহ তিনজনকে এবারের স্বর্ণপদক দেয়া হয়েছে। পদকপ্রাপ্ত অন্যরা হলেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল মালিক ( অব.) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেল্থ সায়েন্সের ইমেরিটাস অধ্যাপক হাজেরা মাহতাব।
--------------------------------------------------------
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন শুরু ভারতে
--------------------------------------------------------
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, যদিও সবাই বলেন দেশে ডায়াবেটিকে আক্রান্তের সংখ্যা ৩৬ শতাংশ। তবে আমি মনে করি এটা ৫০ শতাংশ হবে। নিয়ম শৃঙ্খলায় থাকলে ডায়াবেটিক রোগীদের ভয়ের কারণ নেই।
অর্থমন্ত্রী বলেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম আর্ত-মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে চিরস্মরণীয় হয়ে আছেন। জাতি তাকে চিরদিন স্মরণ রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক এ আর খান, বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার প্রমুখ।
আরও পড়ুন:
এসআর/এসএস
মন্তব্য করুন