ফোরজির অপেক্ষা শেষ হচ্ছে
অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে অপারেটরদের হাতে ফোরজির লাইসেন্স তুলে দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
আনুষ্ঠানিকভাবে দেশে ফোরজি চালু হওয়ার ১৫ মিনিটের মধ্যে ঢাকায় এই সেবা নিতে পারবেন গ্রামীণফোনের (জিপি) গ্রাহকেরা।
আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে মোবাইল অপারেটর জিপির প্রধান নির্বাহী অফিসার (সিইও) মাইকেল ফলি বলেন, আগামীকাল আমরা লাইসেন্স পাওয়ার পর পরই ফোরজি সেবা চালু করতে পারবো বলে আশা রাখি।
--------------------------------------------------------
আরও পড়ুন: আকাশপথে কার্গো নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য
--------------------------------------------------------
তিনি জানান, ঢাকাসহ দুটি শহরে জিপির যেসব গ্রাহক ফোরজির জন্যে তাদের ফোনের সিম কার্ড আপগ্রেডেড করেছেন তারা উদ্বোধনের ১৫ মিনিটের মধ্যেই এই সেবা নিতে পারবেন। তবে তিনি অপর শহরটির নাম উল্লেখ করেননি।
অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে দুটি ফোরজি হ্যান্ডসেট উদ্বোধন করে গ্রামীণফোন।
উইটি১ এবং মাইক্রোম্যাক্স ক্যানভাস ১ নামের কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেটগুলো আনুষ্ঠানিকভাবে চালু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিটিআরসির মহাপরিচালক স্পেকট্রাম ম্যানেজমেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি, ডেপুটি সিই্ও ইয়াসির আজমান, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ভিকাস জৈন এবং আমরা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
এসআর/পি
মন্তব্য করুন