ফোরজিতে ইন্টারনেট খরচ কি বাড়বে?
চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজির অপেক্ষার প্রহর শেষ হচ্ছে শিগগির। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে অপারেটরদের হাতে ফোরজির লাইসেন্স তুলে দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
আনুষ্ঠানিকভাবে দেশে ফোরজি চালু হওয়ার ১৫ মিনিটের মধ্যে ঢাকায় এই সেবা নিতে পারবেন গ্রামীণফোনের (জিপি) গ্রাহকরা।
মোবাইল ফোন অপারেটর জিপির প্রধান নির্বাহী অফিসার (সিইও) মাইকেল ফলি বলেন, আগামীকাল আমরা লাইসেন্স পাওয়ার পর পরই ফোরজি সেবা চালু করতে পারবো বলে আশা রাখি।
গত ১৩ ফেব্রুয়ারি ফোরজির তরঙ্গ বিক্রির নিলাম হয়। ওই নিলামে গ্রামীণফোন ও বাংলালিংক সরকারের কাছ থেকে তরঙ্গ কেনে।
এরপর থেকে সেবাটি নিয়ে মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। ফোরজির কারণে তারা কী সেবা পাবেন, সারা দেশে এই সেবা পাওয়া যাবে কি না, খরচ কেমন পড়বে, সবাই এই সেবা নিতে পারবেন কিনা- তা নিয়ে এখনও চলছে নানা আলোচনা।
ফোরজির গতি সম্পর্কে গ্রামীণফোনের এক কর্মকর্তা আরটিভি অনলাইনকে জানান, বর্তমানে গ্রাহকরা যে গতি পান, ফোরজি সেবার পর তা ৩ থেকে ৫ গুণ বেশি হবে।
কিন্তু গতি বাড়ার কারণে খরচ বেশি হবে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানিটির আরেক কর্মকর্তা জানান, বর্তমান ইন্টারনেটে যে খরচ হচ্ছে, ফোরজিতে তা বাড়বে না। ফোরজি সেবায় বরং আগের খরচেই বেশি গতি পাওয়া যাবে। ভিডিও লাইভ স্ট্রিমিং দেখতে কোনো গ্রাহককে বাফারিং সমস্যায় ভুগতে হবে না।
তবে এ সেবার গ্রহীতা আগে যেখানে মাসে ৪ গিগাবাইট ইন্টারনেট খরচ করতেন, এখন সেটার ব্যবহার বেড়ে যেতে পারে।
অর্থাৎ গ্রাহক আগে যেখানে ৪ জিবি ইন্টারনেট চালাতেন, সেখানে ফোরজি দ্রুতগতি সম্পন্ন হওয়ায় ইন্টারনেট ব্যবহারের হার বেড়ে যাবে। সে হিসেবে খরচ বেড়ে যেতে পারে।
তবে এটা নির্ভর করছে গ্রাহকের ব্যবহারের উপর। গ্রাহক যত বেশি ইন্টারনেট ব্যবহার করবেন, তত বেশি খরচ হবে। এটা স্বাভাবিক বিষয়।
আরও পড়ুন:
এসআর/জেএইচ
মন্তব্য করুন