‘মোটরসাইকেলে বদলা নেবো আমরা’
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের বদলা নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গাড়ি শিল্পের অন্যতম কাঁচামাল দুটির উপর ডোনাল্ড ট্রাম্পের চড়া আমদানি শুল্ক বসানোর প্রস্তাবের পাল্টা হিসেবে তোড়জোড়ে নেমেছে জোটটি। মার্কিন মোটরসাইকেলের উপর শুল্ক চাপাবে তারা।
ইউরোপ ভাবছে মার্কিন ব্র্যান্ডের জিন্সসহ ট্রাম্পের দেশ থেকে আসা ৩৫০ কোটি ডলারের পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর কথাও।
ঠিক যেভাবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে যথাক্রমে ২৫ শতাংশ ও ১০ শতাংশ কর চাপানোর কথা ঘোষণা করে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে ওয়াশিংটন।
এদিকে চীন বলছে, আর দেরি না করে অবিলম্বে বৈঠকে বসুক ওয়াশিংটন।
ইউরোপীয় কমিশনের চিফ জঁ ক্লদ জাঙ্কেরের হুঙ্কার, শুল্কের আঁচ ইউরোপের গায়ে লাগলে হাত গুটিয়ে বসে থাকবো না আমরাও।
তার আশঙ্কা, এতে সারাবিশ্বেই ধাক্কা খাবে শিল্প। কাজ খোয়াবেন বহু লক্ষ মানুষ।
অর্থনীতিবিদরাও মনে করিয়ে দিচ্ছেন, ২০০২ সালে একইভাবে ইস্পাতে শুল্ক চাপিয়েছিলেন সেসময়ের মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তাতে কাজ হারিয়েছিল বহু মানুষ।
আইএমএফও মনে করে, ট্রাম্পের শুল্ক ব্যুমেরাং হতে পারে মার্কিন অর্থনীতির পক্ষে। বাণিজ্য যুদ্ধের আঁচে শুক্রবার পুড়িয়েছে সারা বিশ্বের শেয়ারবাজারও।
ওয়াশিংটন তবু বলে যাচ্ছে, শুল্ক থেকে ছাড় নেই কোনও দেশের।
আরও পড়ুন:
এসআর
মন্তব্য করুন