• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

একই দিনে বাবা-ছেলের জন্মদিন

পাভেল রহমান

  ০৬ নভেম্বর ২০১৭, ১১:৩৬

বাংলাদেশের মঞ্চ ও টিভি মিডিয়ার নন্দিত ব্যক্তিত্ব আলী যাকের। অভিনয় গুণে এদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় তিনি। তার ছেলে ইরেশ যাকেরও অভিনয় নৈপুণ্যে পেয়েছেন তারকাখ্যাতি। আজ সোমবার(৬ নভেম্বর) আলী যাকের ও ইরেশ যাকেরের জন্মদিন।

পিতা-পুত্রের এই বিশেষ দিনে অনেকেই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত নির্মাতা দীপংকর দীপন বলেন, একটা পরিবারের সবাই এত ভালো, গুণী ও সফল মানুষ হয় কি করে! অনেক প্রার্থনা জন্মদিনে।

এদিকে, রাত ১২টায় ঘরোয়াভাবে কেক কেটে জন্মদিন উদযাপন করেন আলী যাকের ও ইরেশ যাকের। নাট্য ব্যক্তিত্ব সারা যাকের তার ফেসবুক পাতায় দুজনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেন, হ্যাপি বার্থ ডে অন ৬ নভেম্বর, টু বার্থ ডে বয়েজ।’

নাট্যব্যক্তিত্ব আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। মঞ্চে নূরলদীনের সারা জীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ অনেকগুলো নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া টিভির পর্দায় আজ রবিবার, বহুব্রীহিসহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের স্বত্বাধিকারী। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী। আলী যাকের ও সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত।

অন্যদিকে ইরেশ যাকের জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালের ৬ নভেম্বর। টিভি নাটকে অভিনয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইরেশ।

পিআর/আরকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণীর গায়ে মদ ঢেলে ‘কেজিএফ’ তারকার 'টক্সিক’ জন্মদিন!
মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ
জেদ করে অভিনয়ে এসে এখন দর্শকপ্রিয় অভিনেতা তিনি
মোমবাতি জ্বালানোর দিন আজ