• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

অর্থ সংকটে বাড়ি ভাড়া দিতে পারছেন না মল্লিকা!

বিনোদন ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৮, ১১:১৭
ছবি : সংগৃহীত

ভাড়া না দেয়ার কারণে প্যারিসের একটি অভিজাত এলাকার ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে বের করে দেয়া হচ্ছে। গত ১৪ ডিসেম্বর মল্লিকা ও তার ফরাসি স্বামী সিরিলে অক্সেনফ্যানসকে বকেয়া ভাড়া ৯৪ হাজার মার্কিন ডলার (৭৮,৭৮৭ ইউরো) দিতে নির্দেশ দেয় ফরাসি আদালত।

ভাড়া দিতে না পারলে আসবাবপত্র বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করেন মল্লিকা ও তার স্বামী।

মাসে ভাড়া ৬,০৫৪ ইউরো। ওই ফ্ল্যাটের মালিকের অভিযোগ, মল্লিকা ও তার স্বামী নিয়মিত ভাড়া দেননি। শুধুমাত্র একবার ২,৭১৫ ইউরো দিয়েছিলেন।

গত ৪ নভেম্বর প্যারিস আদালতের শুনানিতে মল্লিকার আইনজীবী জানান, তারা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। কিন্তু ফ্ল্যাটের মালিক ওই যুক্তির প্রেক্ষিতে দাবি করেন, গত বছর মল্লিকা ও তার স্বামী প্রচুর অর্থ উপার্জন করেছেন।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে তাদের বকেয়া পরিশোধ করতে হবে। যদি না করতে পারে তবে তাদের আসবাবপত্র বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি তাদের বাড়ি থেকে বের করে দেয়া হবে।

তবে মল্লিকা ও তার স্বামী আদালতে নিজেদের অবস্থান জানিয়ে পুনরায় আবেদন করবেন বলেও শোনা যাচ্ছে।

পিআর/এম

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার সম্পর্ক ভাঙল মল্লিকা শেরওয়াতের
‘মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চেয়েছিলেন’