• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

একসঙ্গে বিচারকের আসনে তারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৮, ১৫:২৭
ছবিতে শম্পা রেজা-মুনমুন আহমেদ-মুনিরা ইউসুফ মেমী

মা ও সন্তানের জুটি নিয়ে পারফর্মেন্স ভিত্তিক রিয়েলিটি শো আরটিভি সেরা আমি সঙ্গে মা। প্রতি বছরের মতো এবারো শুরু হতে যাচ্ছে ‘সেরা আমি সঙ্গে মা সিজন-৪’ ।

এরই মধ্যে সারাদেশ থেকে অনুষ্ঠানটির অডিশনে অংশ নেয়ার জন্য অসংখ্য মা ও তার সন্তান রেজিস্ট্রেশন করেছেন।

আগামী ১২ ও ১৩ জানুয়ারি সেরা আমি সঙ্গে মা’র অডিশন শুরু হবে।

সেখান থেকে ৪০ জনকে ইয়েস কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। এরপর মা-সন্তান জুটি একসঙ্গে অংশ নেবেন বিভিন্ন রাউন্ডে।

নানা ধরনের প্রতিযোগিতামূলক পর্বের মাধ্যমে দেশের সেরা মা ও সন্তান জুটিকে বেছে নেয়া হবে।

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী ও গায়িকা শম্পা রেজা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী।

টয়া ও শ্রেষ্ঠার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন শিবলী জিয়া।

এম/পিআর

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়