• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

আবারও শুভ-তিশা জুটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০১৮, ১৫:১২

সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা আবারও একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। কলকাতার ‘আবর্ত’খ্যাত পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘বালিঘর’-এ জুটি হিসেবে দেখা যাবে শুভ-তিশাকে।

শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ছবিতে শুভর অভিনয়ের কথা আগেই জানানো হয়েছিল। এদিন আনুষ্ঠানিকতার মাধ্যমে জানানো হলো ছবির নায়িকা হচ্ছেন তিশা।

বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।

জানা গেছে, চার বন্ধুর গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘বালিঘর’ছবিটি। এতে শুভ’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন কলকাতার আবির চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং শুরু হবে।

এ ব্যাপারে আরিফিন শুভ বলছিলেন, গল্পে আমার চরিত্র একজন শেফের। বন্ধুদের নিয়ে স্মৃতিকাতর ছবি এটি।

এর আগে শুভ-তিশা ‘অস্তিত্ব’ ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৬ সালে ছবিটি মুক্তি পায়। এদিকে গেলো বছর ‘ঢাকা অ্যাটাক’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় ছিলেন আরিফিন শুভ। তারই ধারাবাহিকতায় নতুন বছরেও ভালো কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরইমধ্যে বাণিজ্যিক ধারার ছবির অন্যতম নির্ভরযোগ্যে নায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছেন তিনি।

আরও পড়ুন

এম/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছড়িয়ে পড়েছে ফোন নম্বর, বিপত্তিতে তিশা
‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে সমালোচনা, মুখ খুললেন ফারুকী
কলকাতার নতুন সিরিজে নাম লেখালেন আরিফিন শুভ
কাশফুলের মায়ায় জড়ালেন তিশা