• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

মা হচ্ছেন প্রীতি জিনতা!

বিনোদন ডেস্ক

  ২০ জানুয়ারি ২০১৮, ১৫:৩৭

বলিউডের অনিন্দ্য সুন্দরী অভিনেত্রী প্রীতি জিনতা মা হতে যাচ্ছেন। বলিউড পাড়ায় এমন খবর বেশ চাউর হয়েছে। ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রীতির মা অন্তঃসত্ত্বা হবার খবর প্রকাশ করেছে। তবে বিষয়টি প্রীতি জিনতা বা তার পরিবারের কেউই এখনও নিশ্চিত করেননি।

সম্প্রতি মুম্বাইয়ে ঘুরতে বের হয়েছিলেন প্রীতি জিনতা। দীর্ঘদিন পর জনসম্মুখে এলে তাতেই নজরবন্দি হন ভক্তদের। এরপর থেকেই নায়িকার মা হবার সম্ভাবনার গুজব ডালপালা ছাড়াতে থাকে।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রীতির বিয়ের খবর যেমন প্রথমে জানাজানি হয়নি, তেমনই কি তিনি আরও একটি খবর গোপন করে চলছেন! অন্যদিকে প্রীতিকে সেদিন ঢিলেঢালা পোশাক, কালো স্কার্ফে পেটের বেশ কিছুটা ঢাকা অবস্থায় দেখা গেছে। আর একারণেই নাকি প্রশ্ন উঠেছে, তিনি কি গর্ভাবস্থার কথা লুকনোর চেষ্টা করছেন?

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অধিবাসী প্রেমিক জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি।

ক্যারিয়ারে ‘কাল হো না হো’,‘দিল সে’, ‘দিল চাহতা হ্যায়’, ‘কোয়ি মিল গয়া’, ‘কাল হো না হো’, ‘ভির-জারা’, ‘সালাম নমস্তে’, ‘কাভি আলবিদা না কেহনা’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। তার রূপ ও অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক খুব কমই পাওয়া যাবে।

আরও পড়ুন

এম/এসজ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবানলের শহর থেকে প্রাণে বেঁচে ফিরে যা বললেন প্রীতি জিনতা
ধর্ষকদের নপুংসক করে দেওয়ার পক্ষে প্রীতি
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
পর্দায় ফিরছেন প্রীতি জিনতা