• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

আবারও...

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০১৮, ১৬:১১

মহানায়ক বুলবুল আহমেদের যোগ্য উত্তরসূরি ঐন্দ্রিলা আহমেদ বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন। আর ফিরেই বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন কোনও বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায়নি ঐন্দ্রিলাকে। এবার একটি বিজ্ঞাপনে মডেল হলেন তিনি।

‘আয়নাবাজি’ খ্যাত অমিতাভ রেজার পরিচালনায় গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে ঐন্দ্রিলাকে। রাজধানীর কোক স্টুডিওতে শুক্রবার বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। ঐন্দ্রিলা বলেন, অমিতাভ রেজা একজন মেধাবী নির্মাতা। এর আগেও তার নির্দেশনায় বিজ্ঞাপন করার কথা ছিল। নানা কারণে হয়ে ওঠেনি। এবার কাজ করলাম। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মা হচ্ছেন প্রীতি জিনতা!
--------------------------------------------------------

বিরতির প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, পড়াশোনা, সংসার, বাবার জীবনী লেখা, তথ্যচিত্র নির্মাণ ও আনুষঙ্গিক ব্যস্ততায় অভিনয় থেকে দূরে ছিলাম এতদিন। তবে ফিরে এসে মনে হয়নি মাঝে অনেকগুলো বছর কেটে গেছে। সবাই আমাকে দারুণ উৎসাহ দিচ্ছেন।

মাত্র চার বছর বয়সে প্রাইজবন্ডের বিজ্ঞাপনে প্রথমবার মডেল হন ঐন্দ্রিলা। পরে তরুণ বয়সে সানক্রেস্টের বিজ্ঞাপনে মডেল হয়ে ব্যাপক সাড়া ফেলেন তিনি। এরপর আরও ১৪-১৫টি বিজ্ঞাপনে দেখা যায় ঐন্দ্রিলাকে। পাশাপাশি অভিনয় করেন নাটকেও।

এবার অভিনয়ে ফিরেই ঐন্দ্রিলা ‘বিলাভড’ নাটকে কাজ করেন। এরপর ‘সাংসারিক ভালোবাসা’, ‘ফেইক লাভ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি।

আরও পড়ুন

এম/এ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুলবুল আহমেদের বায়োপিক, নির্মাণে মেয়ে ঐন্দ্রিলা
‘স্টারকিডের সুবিধা কখনও নিইনি’