• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ড

সাদা গোলাপে কী বার্তা দিলেন তারকারা?

বিনোদন ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ১৩:৩০

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সম্মানজনক সঙ্গীত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬০তম আসর। বাংলাদেশের স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। চলে সকাল ১০টা পর্যন্ত। তবে এবারের আসরে তারকারা সাদা গোলাপ পড়ে এসেছেন। কিন্তু এর মধ্য দিয়ে কী বার্তা দিলেন তারা?

নারীদের যৌন হয়রানি বন্ধের দাবি নিয়ে কিছুদিন আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরে কালো পোশাক পড়েছিলেন শোবিজ তারকারা। এবার গ্র্যামি অ্যাওয়ার্ডে দেখা গেলো অন্য রকম প্রতিবাদ।

কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমতা নিশ্চিত করা এবং যৌন হয়রানি বন্ধের দাবি নিয়ে গড়ে ওঠা ‘টাইমস আপ’ আন্দোলনকে সমর্থন জানাতে সাদা গোলাপ নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন তারকারা। কারও হাতে, কারও পোশাকে গুঁজে রাখা সাদা গোলাপ নতুন বার্তা দিয়েছে।

গ্র্যামি অ্যাওয়ার্ডের আয়োজনে লেডি গাগা থেকে ক্লার্কসন, জেইন মালিক, নিক জোনাস, ক্যামিলা ক্যাবেলো, মাইলি সাইরাস ও মেরিল স্ট্রিপের মতো তারকারা সাদা গোলাপের আলো ছড়িয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘উম্মা, এই দিলাম চুম্মা’
--------------------------------------------------------

এক নজরে এবারের গ্র্যামি বিজয়ীদের তালিকা

বছরের সেরা অ্যালবাম: টুয়েন্টিফোরকে ম্যাজিক – ব্রুনো মারস

বছরের সেরা রেকর্ড: টুয়েন্টিফোরকে ম্যাজিক – ব্রুনো মারস

সেরা গান: ‘দ্যাট’স হোয়াট আই লাইক’

সেরা নতুন শিল্পী: অ্যালেসিয়া কারা

সেরা একক পারফরমেন্স (পপ): ‘শেপ অব ইউ’ – এড শিরান

সেরা গ্রুপ পারফরমেন্স (পপ): ‘ফিল ইট স্টিল’, পর্তুগাল. দ্য ম্যান

সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: ‘টনি বেনেট সেলিব্রেটস নাইনটি’

সেরা পপ ভোকাল অ্যালবাম: ‘ডিভাইড’ – এড শিরান

সেরা রক পারফরমেন্স: ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’ – লিওনার্দ কোহেন

সেরা মেটাল পারফরমেন্স: ‘সুলতানস কার্স’-মাস্টোডন

সেরা রক গান: ‘রান’-ফু ফাইটারস

সেরা রক অ্যালবাম: ‘দ্য ওয়ার অন ড্রাগস:এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং’

সেরা আরএন্ডবি সং: ‘দ্যাটস হোয়াট আই লাইক’

সেরা র‌্যাপ পারফরমেন্স: ‘হামবল’ – কেনড্রিক লামার

সেরা র‌্যাপ/সং পারফরমেন্স: ‘লয়ালটি -কেনড্রিক লামার ফিচারিং রিয়ান্না

সেরা মিউজিক ভিডিও: ‘হামবল’ – কেনড্রিক লামার

সেরা মিউজিক ফিল্ম: ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’

পিআর/এ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়