• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

খাঁটি বাংলায় এক মিনিট, সাফা কবিরের বাজি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০০
ছবি : সংগৃহীত

এ প্রজন্মের অনেকেই এখন বাংলার সঙ্গে ইংরেজী মিশিয়ে কথা বলেন। বিষয়টিকে কেউ কেউ মজা করে বলেন, ‘বাংলিশ’। টেলিভিশন নাটকেও এমন দৃশ্য হরহামেশা দেখা যায়।

বিষয়টি নিয়ে এবার বাজি ধরেছেন মডেল-অভিনেত্রী সাফা কবির। তাকে এক মিনিট খাঁটি বাংলা ভাষায় কথা বলতে হবে এবং সেই দৃশ্য ধারণ করে প্রচার করতে হবে। মহান ভাষার মাসে এই বাজি গ্রহণ করেছেন সাফা। একইসঙ্গে তিনি তার পাঁচ বন্ধুকে এই বাজিতে আমন্ত্রণ জানিয়েছেন।

সাফা কবির বলেন, আমাদের প্রজন্মের কেউ নাকি এক মিনিট খাঁটি বাংলা ভাষায় কথা বলতে পারবে না। এএন এন্টাপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান এই বাজি ধরেছে। আমি বাজি গ্রহণ করেছি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

তিনি আরো বলেন, নিয়ম অনুযায়ী এক মিনিট খাঁটি বাংলা ভাষায় কথা বলে সেই দৃশ্য ধারণ করে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং এটি সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

এই বাজিতে সাফা কবির তার পাঁচজন বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। তারা হলেন- অভিনেত্রী টয়া, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, রূবাইয়াৎ মাহমুদ ও শাফিন।

সবাইকে বাজিতে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে সাফা কবির বলেন, আসুন সবাই অন্তত পাঁচ মিনিট খাঁটি বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের অন্তত পাঁচজন বন্ধুকে এই বাজিতে আমন্ত্রণ জানাই। আমাদের মায়ের ভাষার মর্যাদাকে রক্ষা করার চেষ্টা করি।

আরও পড়ুন

পিআর/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নার্ভাস ছিলেন সাফা
বছরের প্রথম দিনই বিয়ে নিয়ে মুখ খুললেন সাফা কবির
আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে: সাফা কবির
সাফা কবিরের একগুচ্ছ ছবি ভাইরাল