• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

দুষ্টু ববি অবাক শাকিব!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

গেলো বছরের ১ ডিসেম্বর নতুন ছবি ‘নোলক’ এর শুটিং শুরু করেন শাকিব খান ও ইয়ামিন হক ববি। ভারতের রামুজি ফিল্ম সিটিতে টানা এক মাস শুটিং হয় ছবিটির।

এরই মধ্যে ছবিটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। শুরু থেকেই ‘নোলক’ ছবিটি নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন শাকিব-ববি।

এই ছবিতে অন্যরকম লুকে হাজির হবেন এমনটাই জানিয়েছিলেন ববি। তিনি বলেন, ছবিতে আমার চরিত্রটি খুব খুব সুন্দর। এমন চরিত্রে আমাকে আগে কখনো দর্শক দেখেননি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইরেশ-মিমের বিয়েতে ‘উকিল বাবা’ আসাদুজ্জামান নূর
--------------------------------------------------------

এরই মধ্যে স্থিরচিত্রে ছবির বেশ কয়েকটি ঝলক প্রকাশিত হয়েছে। সম্প্রতি নতুন আরও একটি স্থিরচিত্র প্রকাশ হয়েছে। আর এই নতুন স্থিরচিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

ছবিতে দেখা যায়, শাকিব মোটর সাইকেলে বসে অবাক হয়ে ববিকে কিছু একটা বলতে চাইছেন। অন্যদিকে সানগ্লাস চোখে ববি নায়ককে পাত্তা না দিয়ে দুষ্টু দুষ্টু হাসিতে সামনে এগিয়ে যাচ্ছেন।

এই স্থিরচিত্রটি নিয়ে তুমুল আলোচনায় মেতেছেন শাকিব-ববি ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, হঠাৎ শাকিবের সানগ্লাস নিজের চোখে দিয়ে ববির চলে যাওয়া দেখেই অবাক ও বোকাবনে গেছেন শাকিব।

ভক্তদের উচ্ছ্বাস দেখে বেশ খুশি ছবির নায়িকা। ববি আরটিভি অনলাইনকে বলেন, দর্শকরা ছবির এই নতুন ঝলকটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন। শুধু স্থিরচিত্র নয় চলচ্চিত্রটি দেখেও তারা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।

এর আগে শাকিব-ববিকে ফুল অ্যান্ড ফাইনাল, রাজত্ব, হিরো- দ্য সুপারস্টার, রাজাবাবু- দ্য পাওয়ার ছবিগুলোতে দেখা গেছে।

আরও পড়ুন:

এম/পিআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে শুরু হলো শৈত্যোৎসব ও পিঠা পুলি মেলা 
প্রশাসনের অবহেলায় চড়া দামে বিক্রি হচ্ছে খাবার, রাবি শিক্ষার্থীদের ক্ষোভ
শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
শেখ হাসিনার স্লোগান সংবলিত পত্র, বরখাস্ত অর্থ পরিচালক