• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

‘ভাঁজ খোলো’ মানে কী? জানালেন গীতিকার

পাভেল রহমান

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৮
ছবিতে‘ সঞ্জীব চৌধুরী ও কামরুজ্জামান কামু।

নন্দিত সঙ্গীতশিল্পী সঞ্জীব চৌধুরীর গাওয়া ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, করি প্রেমের তরজমা…’এই গানটা শোনেননি এমন সংগীতপ্রেমী মানুষের সংখ্যা কমই পাওয়া যাবে। তবে অনেকেই জানেন না, এই গানটি লিখেছেন কবি কামরুজ্জামান কামু। গীতিকার হিসেবে যেন আড়ালে থাকতেই পছন্দ করেন কামু।

গানের কথাগুলো নিয়েও রয়েছে শ্রোতাদের তুমুল আগ্রহ। বিশেষ করে গানটিতে ‘ভাঁজ খোলো’ বলতে গীতিকবি আসলে কী বোঝাতে চেয়েছেন? বেশিরভাগ শ্রোতা গানটি শুনে ধারণা করেন ‘ভাঁজ খোলো’বলতে নারীকে বোঝানো হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইসলামের দাওয়াত নিয়ে ইংল্যান্ডে অনন্ত জলিল
--------------------------------------------------------

কিন্তু গীতিকার কামরুজ্জামান কামু বললেন অন্যকথা। তিনি বলেন, গানটিতে 'ভাঁজ খোলো' বলতে কী বোঝানো হয়েছে গীতিকার হিসেবে এই প্রশ্নের সামনে আমাকে বহুবার দাঁড়াতে হয়েছে। আমি বলি, জগতের সকল আনন্দ ভাঁজ খুলেই দেখা লাগে। কেউ বিশ্বাস করে না। তারা জোর দিয়ে বলে, ‘না, আপনি এইখানে কোনো নারীর কথা বলেছেন। তার নাম কী?’

বিষয়টির আরও বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইলে আরটিভি অনলাইনকে কবি কামরুজ্জামান কামু বলেন, “এই গান নিয়ে আর বিস্তারিত কিছু বলা যাবে না। গানটি প্রথম প্রকাশ হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায়।”

সঞ্জীব চৌধুরীর বেশকিছু জনপ্রিয় গানই কবি কামরুজ্জামান কামুর লেখা। এর মধ্যে ‘হৃদয়ের দাবী’শিরোনামে ‘আগুনের কথা বন্ধুকে বলি,’ ‘হাতের উপর হাতে পরশ রবে না,’ ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’গানগুলো সঞ্জীব চৌধুরীর কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সঞ্জীব চৌধুরীর চলে যাওয়ার ১৭ বছর