• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

‘ভালো থেকো’ দেখবেন কোথায়?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৪

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ সিনেমাটি মুক্তি পাচ্ছে শুক্রবার, ৯ ফেব্রুয়ারি। আরিফিন শুভ এবং তানহা তাসনিয়া জুটি অভিনীত সারাদেশের প্রায় ১০০ টি সিনেমা হলে প্রদর্শিত হবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।

ঢাকা যেসব হলে প্রদর্শিত হবে

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেমা, শ্যামলী সিনেমা, সনি সিনেমা, মধুমিতা সিনেমা, সেনা সিনেমা, বিজিবি সিনেমা, গীত সিনেমা, চিত্রামহল, মুক্তি সিনেমা, জোনাকী সিনেমা, আনন্দ সিনেমা, পুনম সিনেমা, পুরবী সিনেমা, এশিয়া সিনেমা ও শাহীন।

ঢাকার বাইরে যেসব হলে প্রদর্শিত হবে

নিউ গুলশান সিনেমা- জিঞ্জিরা। রানীমহল সিনেমা- ডেমরা। সেনা অডিটোরিয়াম সিনেমা- সাভার। চম্পাকলি সিনেমা- টংগী। চন্দনা সিনেমা- জয়দেবপুর। পুরবী সিনেমা- ময়মনসিংহ। গুলশান সিনেমা- নারায়নগঞ্জ। ছন্দা সিনেমা- পাটিয়া। তাজ সিনেমা- নওগাঁ। মৌসুমী সিনেমা- সিরাজগঞ্জ। হীরামন সিনেমা- নেত্রকোনা। মাধবী সিনেমা- মধুপুর। মনিহার সিনেমা- যশোর।

উপহার সিনেমা- রাজশাহী। বনলতা সিনেমা- ফরিদপুর। শাপলা সিনেমা- রংপুর। মানষী সিনেমা- কিশোরগঞ্জ। রাজিয়া সিনেমা- নাগরপুর। কাকলী সিনেমা- শেরপুর। নন্দিতা সিনেমা- সিলেট। মালঞ্চ সিনেমা- টাঙ্গাইল। সাগরিকা সিনেমা- চালা। গ্যারিশন সিনেমা- কুমিল্লা। রূপালী সিনেমা- কুমিল্লা। বীনা সিনেমা- পাবনা। মধুমতি সিনেমা- ভৈরব। দর্শন সিনেমা- ভৈরব। ছবিঘর সিনেমা- ঝিনাইদহ। সোনিয়া- বগুড়া। সাধনা- রাজবাড়ী।

মোহনা- কোনাবাড়ী। মণিকা- শায়েস্তাগঞ্জ। সংগীতা- খুলনা। লিবার্টি- খুলনা। চাঁদমহল- কাঁচপুর। মুন- হোমনা। পালকী- চান্দ্রীনা। হ্যাপী- লক্ষীপুর। মডার্ন- দিনাজপুর। তামান্না- সৈয়দপুর। তিতাস- পটুয়াখালী। নবীন- মানিকগঞ্জ। ঝংকার- পাঁচদোনা। চলন্তিকা- গোপালদী। পান্না- মুক্তারপুর। মানোয়ার- জামালপুর। আলমাস- চট্টগ্রাম। বনানী- কুষ্টিয়া। রুমা- মুক্তাগাছা। সংগীতা- সাতক্ষীরা। অভিরুচি- বরিশাল। লিলি- কুলাউড়া।

রাজ- কুলিয়ারচর। মৌসুমী- পাকুনদিয়া। ঝর্ণা- দাউদকান্দি। ফিরোজমহল- পাগলা। বর্ণালী- শাহজাদপুর। উল্লাস- বীরগঞ্জ। রংধনু- নজীপুর। সোনালী- ঘোড়াঘাট। রাজু- ঈশ্বরদী। শাহীন- বল্লাবাজার। ছন্দা- কালিগঞ্জ। গ্যারিশন- দঘারামপুর। অনামিকা- পিরোজপুর। আলমডাঙ্গা- আলমডাঙ্গা। সনি- ইসলামপুর। মমতাজ- নীলফামারী।

এম/পিআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মা তুমি ভালো থেকো, চিরদিনের জন্য চলে গেলাম’