• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

নায়িকা নুসরাত এখন বিউটিশিয়ান

বিনোদন ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৬

কলকাতার সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। সম্প্রতি কয়েক বছর আগেই প্রেমিককে গোপনে বিয়ে করেছেন এমন সংবাদে বেশ আলোচনায় আসেন নুসরাত।

সংবাদের প্রতিবাদ জানিয়ে নুসরাত জানান, আমি যখন বিয়ে করব তখন পুরো শহর জানবে। আর হ্যাঁ, প্রেমিককেই বিয়ে করব। তবে সেটা এখন নয়। আরও কিছুটা সময় নেবো তার জন্য। আমরা নিজেদের ক্যারিয়ার নিয়ে আপাতত ব্যস্ত আছি।

এদিকে সুন্দরী এই নায়িকা নিজের ভেরিফাইড ফেসবুকে বেশ সরব থাকেন। মাঝে মধ্যেই তিনি ফেসবুক লাইভে এসে তার ভক্তদের সঙ্গে আড্ডাও দেন৷

--------------------------------------------------------
আরও পড়ুন: জাজ না থাকলে কার লাভ কার ক্ষতি?
--------------------------------------------------------

এবার তিনি তার নারী ভক্তদের উপহার দিলেন নতুন ভিডিও৷ আর ওই ভিডিও বার্তায় রীতিমতো মেকআপ করা শেখালেন ভক্তদের। মূলত অফিসে যাওয়ার আগে কীভাবে হালকা মেকআপ বা টাচআপে সারাদিন ফ্রেশ লুক ধরে রাখবেন তারই টিপস্ দিলেন নুসরাত৷

ব্যস্ততার মাঝে দৈনন্দিন কাজের চাপের মধ্যেও চটজলদি নিজেকে কীভাবে প্রেজেন্টেবল করা যায় তারই উপায় দিলেন এই ভিডিওটির মাধ্যমে৷ চোখের তলায় ডার্ক সার্কেল হোক বা গালে ডার্ক স্পট৷ হালকা মেকআপে কম সময়ে নিজের লুক কীভাবে বদলে ফেরা যায় সেটাই শেখালেন নায়িকা।

ইতোমধ্যে ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। শুধু টিপসই দেননি সঙ্গে সঙ্গে নিজের ওপর অ্যাপ্লাই করে রীতিমতো হাতে কলমে শেখালেন৷ আর কথা দিলেন পার্টি হোক বা অন্য কোনও অনুষ্ঠান, তিনি আবারও সেইসব মেকআপ টিপস নিয়ে হাজির হবেন শিগগিরই৷

২০১১ সালে ‘শত্রু’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক নুসরাতের। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে শীর্ষ নায়িকার আসনটি পাকাপোক্তভাবে নিজের দখলে নিয়েছেন তিনি।

আরও পড়ুন:

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নুসরাতের সঙ্গে বিচ্ছেদ, ফের নয়া প্রেমে মজেছেন নিখিল
আমার দুই ছেলে একে অপরকে আগলে রাখে: নুসরাত
পূজা অর্চনা নিয়ে কটাক্ষ, মুখ খুললেন নুসরাত
ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত