• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

চলচ্চিত্র অঙ্গনের বিরোধে মনঃক্ষুণ্ণ বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৮, ১৭:৩৮

জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভাজনে মনঃক্ষুণ্ন হয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘চলচ্চিত্রের মানুষজন সবাই একটি পরিবার। সেখানে এই বিভাজন দেশের চলচ্চিত্রের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করবে।’

মঙ্গলবার দুপুরে চলচ্চিত্র পরিবার আয়োজিত চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের মহাযাত্রায় চলচ্চিত্র একটু পিছিয়ে আছে। নিজেদের মধ্যে ঐক্য না থাকলে চলচ্চিত্র শিল্প মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে সমৃদ্ধ করার জন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। চলচ্চিত্র পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গঠনমূলক কাজ করতে হবে।’

এসময় সৈয়দ হাসান ইমামের প্রশংসা করে তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নাম সৈয়দ হাসান ইমাম। তিনি মুক্তিযুদ্ধে যেমন অংশ নিয়ে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। স্বাধীন দেশেও প্রগতিশীল সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। চলচ্চিত্রের সংকট থেকে উত্তরণের জন্য তিনিই এখন আমাদের অভিভাবক।’

--------------------------------------------------------
আরও পড়ুন: জাজের সহায়তায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এফডিসি
--------------------------------------------------------

তোফায়েল আহমেদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন নায়ক ফারুক, আলমগীর, মিশা সওদাগরসহ অনেকে। তোফায়েল আহমেদ বলেন, ‘এখানে উপস্থিত অনেকেরই অভিনয় দেখে তাদের ভক্ত হয়ে গেছি। মিশা সওদাগরকে সব সময় নেতিবাচক চরিত্রেই দেখেছি। এখানে তার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, ব্যক্তিজীবনে তিনি ভীষণ ভালো মানুষ।’

তোফায়েল আহমেদের বক্তব্যের আগে এই মঞ্চে এসে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনিও চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন:

এম/পিআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে যত আয়োজন