বরকে খুশি রাখতে সাজি: রাণী মুখার্জি

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ , ০৭:৪১ পিএম


বরকে খুশি রাখতে সাজি: রাণী মুখার্জি

‘হিচকি’ ছবির মাধ্যমে আবারও স্বরূপে ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জি। এরই মধ্যে ছবিটি ব্যবসা সফলের তকমা পেয়েছে।  

বিজ্ঞাপন

ছবিটি নিয়ে রাণী ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছেন, অনেক সময় এমন হয় যে ছবিটা আমাদের পছন্দ হয়, কিন্তু দর্শক তা গ্রহণ করেন না। কিন্তু ‘হিচকি’-র মাধ্যমে যে বার্তা আমরা দিয়েছি তা সকলে গ্রহণ করেছেন। শিক্ষকরা এই ছবিটা থেকে অনেক প্রেরণা পেয়েছেন। যখন কোনো শিক্ষক-ছাত্রের সম্পর্কের ওপর কথা হবে তখন ‘হিচকি’-কে উদাহরণ হিসেবে টানা হবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি, ‘হিচকি’ একটা এমন ছবি যা সারাজীবন মানুষ মনে রাখবে। এমন নয় যে দু’বছর পর ছবিটার কথা ভুলে যাবে।

একজন অভিনেত্রীকে সবসময় গ্ল্যামারাস থাকতে হয়। তার জন্য কতটা চাপে থাকেন?

বিজ্ঞাপন

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একদমই না। অভিনেত্রী হিসেবে নয় বরং স্ত্রী হিসেবে চাপে থাকি। আমি শুধু আদির (স্বামী আদিত্য চোপড়া) জন্য সাজি। বরকে খুশি রাখতে সাজতে হয়। বিয়ের পর এটা জরুরি হয়ে দাঁড়ায় যে আপনাকে রোজই যেন সুন্দর লাগে আপনার স্বামীর। আমি অভিনেত্রী পরে, আগে তো আমি স্ত্রী। স্বামী যখন সারাদিন পর বাড়িতে ফেরেন তখন উনি কী দেখতে চান? একটা হাসিখুশি সুন্দর মুখ, আর বাড়ির সুন্দর বাতাবরণ।

আরও পড়ুন : 

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission