• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
আমি ফলাফলের অপেক্ষায় : ইভান সাইর
জনপ্রিয় অভিনেত্রী কনকলতা আর নেই
৬৩ বছর বয়সে নিভে গেল মালয়ালম অভিনেত্রী কনকলতার জীবনপ্রদীপ। সোমবার (৬ মে) তিরুবনন্তপুরমে নিজের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, ২০২১ সাল থেকে ডিমেনশিয়া ও পারকিনসন্স রোগে ভুগছিলেন কনকলতা। কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। বিষয়টি প্রকাশ্যে আসে অভিনেত্রীর বোন বিজয়াম্মার এক সাক্ষাৎকারে।   কনকলতার বোন বিজয়াম্মা জানান, ২০২১ সালের আগস্টে কনকলতার এই দুই রোগের লক্ষণ দেখা যায়। তখন থেকেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল।  কনকলতা মালয়ালম ও তামিল ভাষার ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। কোল্লাম জেলার ওচিরাতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী সিনেমা ছাড়াও বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘কিরীদাম’, ‘কৌরাভার’, ‘হরিকৃষ্ণানস’, ‘বন্ধুক্কল সাথরুক্কল’, ‘চেঙ্কোল’, ‘স্পাডিকাম’ ও ‘আদ্যাথে কানমানি’র নাম  উল্লেখযোগ্য। কণকলতা অভিনীত শেষ সিনেমা ‘পুক্কালাম’ মুক্তি পায় ২০২৩ সালে। এটি নির্মাণ করেছেন সে গণেশ রাজ। 
পদ্মশ্রী পাওয়ার পর দেশে সংবর্ধনা, আপ্লুত বন্যা
সালমান খানের ‘ভালোবাসার চিঠি’ ভাইরাল
সিনেপ্লেক্স থেকে নেমে গেল ‘ডেডবডি’, যা বলছে কর্তৃপক্ষ 
গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন অভিনেত্রী
শুটিংয়ে অক্ষয়ের অবাক কাণ্ড, ভিডিও ভাইরাল
বৈশাখের খরতাপের মধ্যেই চলছে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শুটিং। আর সেখানে এক অবাক কাণ্ড ঘটালেন অভিনেতা অক্ষয় কুমার। প্রখর রোদেও সূর্যের দিকে বুক চিতিয়ে বসে ছিলেন তিনি; যা দেখে হতবাক তার ভক্ত-অনুরাগীরা।  সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয় কুমারের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।   ভিডিওতে দেখা গেছে, অক্ষয় কুমার প্রচণ্ড এই গরমের মধ্যেও একটানা রোদে বসে আছেন।  অনেকের ধারণা, শুটিংয়ের আগে গরমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই তিনি সে সময় সান বাথ নিচ্ছিলেন। আরসাদ ওয়ার্সি অভিনীত ‘জলি এলএলবি’ সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে। যা ওই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরই অক্ষয় কুমারকে নিয়ে নির্মিত হয় ‘জলি এলএলবি টু’। মুক্তি পায় ২০১৭ সালে। এই সিনেমাও ব্যাপক প্রশংসিত হয়।  প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলিএলএলবি ৩’ সিনেমার শুটিং। এতে অক্ষয় কুমার ও আরসাদ ওয়ার্সির সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সব ঠিকঠাক চললে ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাবে এই সিনেমা। Fittest & dashing Khiladi aka Jolly @akshaykumar soaking in sun Bath.#JollyLLB3 shoot #Ajmer pic.twitter.com/uQSDfK7KU9— FaN oF AkShAy KuMaR (@SinghRowdysingh) May 6, 2024
নির্ভীক সম্মাননার মঞ্চ মাতালেন তানজিন তিশা ও শখ
আরটিভির উদ্যোগে ও আর আর কাবেল এর সহযোগিতায় সম্প্রতি প্রদান করা হয়েছে ‘নির্ভীক সম্মাননা ২০২৪’ পদক। এই অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও আনিকা কবির শখ। অনুষ্ঠানটি শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আরটিভিতে সম্প্রচার হয় । এতে ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর’ গানে নৃত্য পরিবেশন করেন আনিকা কবির শখ ও নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন। এছাড়া ‘দে দোল দোলে’ গানে নৃত্য পরিবেশন করেন তানজিন তিশা ও সোহাগ ডান্স ট্রুপ। কোরিগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।  এর আগে অগ্নিকাণ্ড কিংবা যে কোন দুর্ঘটনায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় যারা নিজের জীবন বাজি রেখে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন তাদের মধ্য থেকে ৬ অগ্নিসেনাকে ‘নির্ভীক সম্মাননা ২০২৪’ পদক প্রদান করা হয়।  পদকপ্রাপ্তরা হলেন- সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, পিএন- ১৩৯৯; সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন, পিএন-২০৫৭; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার ফায়ারফাইটার মো. মোকলেছুর রহমান, পিএন-১২৫৯; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন প্রধান, পিএন-৮৪৬৬; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের ড্রাইভার মো. মহিউদ্দিন, পিএন-৩১৬১; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লালমনিরহাটের ডুবুরি মো. গোলাম রওশন, পিএন-৯৫২৭। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।  অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন , বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ বিভাগ) লে. কর্নেল মো. রেজাউল করিম, পিএসসি, আর আর ইম্পিরিয়াল ইলেট্রিক্যালস লিমিটেডের পরিচালক ও সিইও মাহবুব হোসেন মৃধা বক্তব্য রাখেন। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও মনোনীতদেরকে পদক প্রদান করেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান; মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী লীনু বিল্লাহ; সংগীত ব্যক্তিত্ব খুরশিদ আলম; আর আর-ইম্পিরিয়াল ইলেট্রিক্যালস লিঃ -এর ডিরেক্টর, এ.এন.এম. মনজুর মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠান বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ‘আরটিভি নির্ভীক সম্মাননা ২০২৪’এর প্রযোজক শিবলী জিয়া, গ্রন্থনা করেছেন সুজন আহমেদ, উপস্থাপনায় ছিলেন ইন্দ্রাণী। মনোজ্ঞ সুন্দর এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল আর আর ইম্পিরিয়াল ইলেকট্রিক্যালস লি. (আর আর কাবেল), অনলাইন পার্টনার আরটিভি অনলাইন এবং ম্যাগাজিন পার্টনার: মান্থলি লুক-এ্যাট-মি। ওটিটি পার্টনার  আরটিভি প্লাস।
আরটিভিতে আজ যা দেখবেন
সোমবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১০টা ১০মিনিট বাংলা ছায়াছবি ‘কালামানিক’। অভিনয় করেছেন- রিয়াজ, শাবনূর প্রমুখ। বিকাল ৫ টা ৩০ মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’। গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনা- সৈয়দা মুনিরা ইসলাম। সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ‘নির্বাচিত নাটক’। রাত ৮টায়  ‘বিশেষ নাটক’। রাত ৯ টা ২০ মিনিটে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘গোলমাল’। পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০ টায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘বাহানা’। রচনা- মাসুদ হাসান উজ্জ্বল। পরিচালনা- ফরিদুল হাসান।  অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ। রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১ টা ২০ মিনিটে  লাইভ- ‘গণতন্ত্র সংলাপ’। রাত ১২ টা ১৫ মিনিটে  লাইভ- ‘উন্নয়নে বাংলাদেশ’। রাত ১টায়  ‘মধ্যরাতের সংবাদ’। 
‘এই বয়সেই মানিক নায়ক মান্নার স্টাইলে কথা বলে ও অভিনয় করে’
গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় ‘পটু’ সিনেমাটি। অবশেষে আসছে  ১০ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। নতুন এই ছবিটি মুক্তি উপলক্ষে সোমবার (৬ মে) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আয়োজিত সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ ছবিটির অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।  ‘পটু’ সিনেমাটিতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন শিশু অভিনেতা মো. মানিক। তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আবদুল আজিজ বলেন, মান্না স্টাইলে কথা বলে মানিক। তার কথাবার্তা ও অ্যাকটিং স্টাইল একেবারে নায়ক মান্নার মতো। তার নাম মো. মানিক। পটু সিনেমা কেন্দ্রীয় চরিত্রে ছোটবেলার অভিনয় করেছেন শিশু অভিনেতা মো. মানিক। উত্তরবঙ্গের ছেলে। কোনোদিন রাজশাহী শহরে আসেনি। আজ প্রথম ঢাকা শহরে এলো চরাঞ্চলের মানুষ। এখানে যত শান্ত হয়ে বসে আছে এতো শান্ত নন মানিক। বেশ দুরন্ত। তাকে রাজশাহীতে ৩ মাস অভিনয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি তার অভিনয় দর্শকদের ভালো লাগবে। তার বাবা কৃষক। পরের জমি চাষ করেন। মা গৃহিণী।   এদিকে ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আজিজ বলেন, শতভাগ বাংলাদেশের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পটু’। আর ছবিটির মেকিং তামিল স্টাইলে হয়েছে। এক কথায় ছবিটি চোখের আরাম দেবে।  ছবিটির নিয়ে অভিনেতা ইভান সাইর বলেন, ‘চরখানপুর খুব দুর্গম এলাকা। সেখানে আমরা টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টানিয়ে। কষ্ট করে পুরো কাজটা করেছি। চারদিন শুটিং হয়েছে রাজশাহী শহরে। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁয়। সব মিলিয়ে আমাদের প্রায় ৭০ জনের একটা টিম কাজ করেছি।’ ‘পটু’ সিনেমাটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। এটি তার নির্মিত প্রথম সিনেমা।
শাকিব খানকে সে একদম সহ্য করতে পারে না: অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। সিনেমা করতে করতে একসময় তাদের দুজনের প্রেম হয় এরপর বিয়ে। তাদের রয়েছে একটি সন্তানও। তবে এই নায়িকার প্রথম বয়ফ্রেন্ড কে, তা জানলে আপনিও অবাক হবেন।  দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম। আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান। ঘটনাটা খুলেই বলি, ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম। আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের  বড় পোস্টার লাগিয়ে রেখেছিলাম। কোনো এক দুর্গাপূজা উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি। আমার বান্ধবীদের তখন বলেছিলাম, এই তোরা শাহরুখ খানকে জামাইবাবু বলে ডাকবি। এখন এ ঘটনা মনে পড়লে হাসি পায় আমার। প্রসঙ্গক্রমে আরও একটি ঘটনা জানান অপু। তিনি বলেন, আমাদের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে। ওর বয়স আড়াই বছর। ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে। ওর মাকে ও এভাবে বলে, ‘মা, আমি অপুকে বিয়ে করব। বিয়ের পর অপুকে চকোলেট খাওয়াব। মজার ব্যাপার হলো, ও আমার জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝেমধ্যে রেখে দেয়। আর শাকিব খানকে ও একদম সহ্য করতে পারে না। আমাকে প্রায়ই বলে, তুমি শাকিবের সঙ্গে কেন কথা বলো? এদিকে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খান সংসার শুরু করেন নায়িকা বুবলীর সঙ্গে। তবে সেটিও শেষ পর্যন্ত টেকেনি। শোনা যাচ্ছে, এবার পরিবারের পছন্দে বিয়ে করছেন ঢাকাই সিনেমার এই নায়ক। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ। শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ। এখন অবধি ২ থেকে ৩ পাত্রীকে দেখেছে শাকিবের পরিবার। এরমধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন।
ওমর সানীর জন্মদিনে মিশা / ‘তোর মতো খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি’
ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানী। চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সোমবার (৬ মে ) তার জন্মদিন। আরটিভির পক্ষ থেকে এই নায়কের জন্মদিনে রইল শুভেচ্ছা।   জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ওমর সানী। সোমবার (১১ মে) বেলা ১১টায় ওমর সানীকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন জলচ্চিত্রের গুণী অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপাতি মিশা সওদাগর। চলচ্চিত্রের বাইরেও তারা দুজন বেশ ভালো বন্ধু। জন্মদিনে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে মিশা লিখেন, গল্প উপন্যাস সিনেমা নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি, কিন্তু তোর মতো খাটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম, হে প্রেমিক। শুভ জন্মদিন, হে প্রেমিক। শুভ জন্মদিন, ওমর সানী।  ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন ওমর সানী। তার সিনেমায় অভিষেক হয় ১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‍‍‘এই নিয়ে সংসার‍‍’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তিনি টানা কাজ করে গেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‍‍‘চাঁদের আলো‍‍’, ‍‍‘প্রেম প্রতিশোধ‍‍’, ‍‍‘মহৎ‍‍’, ‍‍‘প্রেমগীত‍‍’, ‍‍‘আখেরি হামলা‍‍’, ‍‍‘হারানো প্রেম‍‍’, ‍‍‘চাঁদের হাসি‍‍’, ‍‍‘দোলা‍‍’, ‍‍‘আত্ম অহংকার‍‍’, ‍‍‘কুলি‍‍’, ‍‍‘আমি তুমি সে‍‍’, ‍‍‘পাগল তোর জন্য রে‍‍’ ও ‍‍‘আজব প্রেম‍‍’ প্রভৃতি। ক্যারিয়ারের প্রথম ধাপে ওমর সানী নায়কের চরিত্রে অভিনয় করেছেন। এরপর তিনি অনেকটা মুটিয়ে যান। যার ফলে নায়কের ভূমিকায় আর কাজ করতে পারেননি। ২০০৫ সালে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় শুরু করেন। সেই সিনেমার নাম ছিল ‍‍‘ওরা দালাল‍‍।’ সিনেমাটির নায়ক ছিলেন শাকিব খান। ব্যক্তিগত জীবনে ওমর সানী হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর স্বামী। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে জড়ান তারা। এরপর ১৯৯৬ সালে বিয়ে করেন। শোবিজের অন্যতম সফল জুটি তারা। এই দম্পতির সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। ওমর সানীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডেডবডি’ । সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।
নারীবাদীদের নিয়ে অভিনেত্রী রিচার বিস্ফোরক মন্তব্য
কয়েক দিন আগে রিচা চাড্ডার অভিনীত ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটি মুক্তি পেয়েছে। তারপর থেকে জোর আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নারীবাদ নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রিচা। তার মতে, সব নারী সাধু না। সাক্ষাৎকারে রিচা চাড্ডা বলেন, আমি বিশ্বাস করি না, সমস্ত নারী সাধু। নারী প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে, তার দেওয়া চেক বাউন্স করেছে। অথচ তারা টুইটারে নারীবাদের ভান করে। আমি বিষাক্ত সহ-অভিনেত্রী পেয়েছি, যারা সবসময় আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেন। শুটিংয়ের সময়ে তারা সঠিক ‘কিউ’ পর্যন্ত দিতেন না। ‘সিস্টারহুডের অস্তিত্ব অবশ্যই রয়েছে। এটি তখনই বাস্তবে পাবেন যখন আপনি এটি তৈরি করবেন, লালন করবেন। কিন্তু এটি বুঝতে এবং তৈরি করতে একের অধিক মানুষ প্রয়োজন।’ বলেন রিচা চাড্ডা। নারীবাদীদের সমালোচনা করে রিচা চাড্ডা বলেন, তারাই একমাত্র নারীবাদী কারণ তাদের একটি ভ্যাজাইনা (জরায়ু) রয়েছে, আমি কি এটাকে স্বাভাবিকভাবে ধরে নিতে পারি? না। আমি অনেক নারীকে জানি, যারা প্রচণ্ড পুরুষতান্ত্রিক, অনেক পুরুষ রয়েছেন যারা ভীষণ নারীবাদী। বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত সেট, নজরকাড়া লুক। ‘বাজিরাও মাস্তানি’, ‘দেবদাস’সহ একাধিক সিনেমায় তার প্রমাণ দিয়েছেন। ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটিও তিনি নির্মাণ করেছেন। গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তারকাবহুল এই সিরিজ। মুক্তির পর থেকে সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।