‘লাভেলো আর জেনারেশন’-এ ব্যান্ড ‘অযান্ত্রিক’
মেধাবী তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের তুলে ধরার লক্ষ্যে আরটিভি’তে প্রচারিত হচ্ছে ব্যান্ড মিউজিক্যাল শো ‘লাভেলো আর জেনারেশন’। উপস্থাপনা করছেন লিজেন্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু।
এবারের পর্বে অংশ নিয়েছে ব্যান্ডদল ‘অযান্ত্রিক’। আরটিভিতে প্রচারিতব্য এই অনুষ্ঠানটিতে দেশের নতুন ২৬টি ব্যান্ডকে হাজির করছেন আইয়ুব বাচ্চু।
অনুষ্ঠানে অংশ নিচ্ছে পরাহো, স্পন্দন, অবলিক, অ্যাড্রয়েট, এলএসডি, রঙ, কনক্লুশন, ব্লু পেরিস্কোপ, স্কিলড, কৃষ্ণপক্ষ, স্যালভেশন, রকঅ্যাফোবিক, অযান্ত্রিক, নামহীন।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘এবং পূর্ণিমা’র আড্ডায় শাফিন আহমেদ
--------------------------------------------------------
এছাড়া আরও কিছু নতুন ব্যান্ড নিয়ে সাজানো হচ্ছে ‘লাভেলো আর জেনারেশন’। একেকটি ব্যান্ড নিয়ে হচ্ছে একেকটি পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহ আমীর খসরু।
সপ্তাহের প্রতি শুক্রবার রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। আইয়ুব বাচ্চু বলেন, ‘আরটিভি ও লাভেলো নতুন ব্যান্ড শিল্পীদের যে সুযোগটি করে দিয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে।’
আরও পড়ুন :
পিআর/ এমকে
মন্তব্য করুন