রোকন-মাহির ‘পবিত্র ভালোবাসা’ ৫ অক্টোবর
মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দু’জন দু’জনকে গভীরভাবে ভালোবাসেন। কিন্তু ধর্মীয় অনুশাসন, কঠিন দেয়াল আর সামাজিক নিয়মনীতির শিকলে দু’জনের ভালোবাসা বন্দি। দু’জনই ধর্মীয় সম্মানে ও সামাজিক মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য নিজেদের গভীর ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেন না।
অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব-সংঘাত হিন্দু-মুসলিম দুই পঞ্চায়েত প্রধানের মধ্যে, এটা ধর্মীয় কোনও দ্বন্দ্ব নয়, পবিত্র ভালোবাসার দ্বন্দ্ব। মানব-মানবীর ভালোবাসার এমন দ্বন্দ্বমুখর গল্প নিয়ে বড় পর্দায় রূপদান করেছেন ছবির প্রধান জুটি জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও নায়ক রোকন। তাদের সঙ্গে আছেন ফেরদৌস ও মৌসুমী।
ছবিটি মুক্তির ব্যাপারে নায়ক রোকন আরটিভি অনলাইনকে বলেন, আজ পর্যন্ত (রোববার) আমরা ছবিটি মুক্তির জন্যে ২৫টির মতো হল চূড়ান্ত করেছি। প্রথমত আমরা চাইছি বড় হলগুলোতে ছবিটি রিলিজ দিতে। এরপর ধীরে ধীরে অন্যান্য হলে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ করেছেন পরিচালনা এ কে সোহেল। সঙ্গীত ইমন সাহা। সম্পাদনা একরামুল হক। ছবিতে আরও অভিনয় করেছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরাসহ অনেকে।
আরও পড়ুন :
এম/জেএইচ
মন্তব্য করুন