• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

অন্ধ তরুণীকে ধর্ষণে ২২ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি ২০১৮, ২২:০৫

পাকিস্তানে অন্ধ ও মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে গণধর্ষণের দায়ে সাজিদ ও মুনির নামের দুজনকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ওই তরুণীকে এক লাখ পাকিস্তানি রূপি যৌথভাবে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে তাদের।

মালির জেলার অতিরিক্ত আদালতের বিচারক শফি মুহাম্মদ পীরজাদা এই আদেশ দেন বলে জানানো হয়েছে দেশটির গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে।

দণ্ডিত দুইজনের একজন বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। জামিন বাতিল করে তাকে আবারও কারাগারে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬ সালের ৫ মে মাসে রহিম ইয়ার খান এলাকার বাসিন্দা রশিদ আহমেদ অন্ধ ও মানসিক প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার পরামর্শ নেয়ার জন্য তার জামাতার বাড়িতে যান। এসময় সাজিদ ও মুনির তাদের বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে।

পালিয়ে যাবার আগে সাজিদ ও মুনির ওই তরুণীকে মারপিট ও গণধর্ষণ করে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তাদেরকে শনাক্ত করে আদালতে জবানবন্দি দেন প্রত্যক্ষদর্শী ইসহাক ও তার স্ত্রী।

এছাড়া চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরাও আদালতে তাদের মতামত দেন। চিকিৎসকরা পরীক্ষার পর জানান, ওই তরুণীকে ধর্ষণ করেছে ওই দুজন। আদালতে ওই তরুণীর সাক্ষ্য উপস্থাপন করা হয়নি।

এর আগে দেশটির সাচল পুলিশ স্টেশনে ওই তরুণীর বাবা-মা ধর্ষণের অভিযোগে মামলা করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা খালিদ জুমানি অপরাধীদের গ্রেপ্তারের পরিবর্তে অন্ধ মেয়েটির বাবা মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেন। ফলে মুনির জামিনে মুক্তি পান।

পরে পুলিশ কর্মকর্তা জুমানির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেয়েটির বাবা অভিযোগ করেন। বরখাস্ত করা হয় জুমানিকে। আর মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় পীর বকশকে।

আদালতের আদেশে বকশ সংশ্লিষ্টদের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠান ল্যাবরেটরিতে। ডিএনএ রিপোর্টে নিশ্চিত হয় যে অন্ধ তরুণীকে ধর্ষণ করেছেন সাজিদ ও মুনির।

কে/এপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-পাকিস্তান সমুদ্র যোগাযোগ চালু, উদ্বিগ্ন ভারত
পাকিস্তান সরে দাঁড়ালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত
সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
সাত ওভারের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া